বাংলাদেশের টেক ইউটিউবার, টেক ইউটিউব চ্যানেলের তালিকা ( বাংলাদেশী প্রযুক্তি বিষয়ক চ্যানেল )

বাংলাদেশের ১২ টি শীর্ষ টেক ইউটিউবার ও তাদের টেক ইউটিউব চ্যানেলের তালিকা ও প্রযুক্তি বিষ্যক চ্যানেলের তালিকা
প্রযুক্তি বিষয়ক চ্যানেল


বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব, শুধু একটি মোবাইল এপ্লিকেশন নয় বরং তথ্য ও জ্ঞানের একটি ভান্ডার। হাতে গোনা কিছু বিষয় বাদে প্রায় সবই শেখা যায় অন্যতম জনপ্রিয় এই প্লাটফর্ম ইউটিউবে। 

বাংলাদেশে ইউটিউবের অবস্থান ও চাহিদা দিনকে দিন উর্ধমূখী। প্রযুক্তিগত ( Technical )  ধারনা সহ নিত্যনতুন বিষয় শেখার জন্য সকলে প্রতিনিয়ত চোখ রাখছে বিশ্ব  আলোচিত এই মিডিয়ায়। 


    বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল

    ইউটিউবে এমন অনেক চ্যানেল আছে যেগুলোর সাবস্ক্রাইবার এর সংখ্যা অনেক বেশি অর্থাৎ কয়েকশ মিলিয়নের কাছাকাছি। সাবস্ক্রাইবার এর দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল হল ইন্ডিয়ার বিখ্যাত ইউটিউব চ্যানেল  T-Serise, সাধারনত এটি একটি গানের চ্যানেল। 

    আবার এককভাবে বা ব্যাক্তিগত ভাবে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল বড় ইউটিউব চ্যানেল হল পিউডিপাই ( PewDiePie ) 


    বাংলাদেশের শেরা ইউটিউবার কে? 

    আপনি কি জানেন বাংলাদেশের শেরা ইউটিউবার কে? বাংলাদেশের সেরা ইউটিউবারদের তালিকা করলে একজনেরই নাম প্রথমে আসে, তিনি হলেন বাংলাদেশের শেরা ইউটিউবার তৌহিদ আফ্রিদি। অন্যতম জনপ্রিয় তরুণ ইউটিউবারের চ্যানেলে প্রায় ৪.৬৮ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং এখন পর্যন্ত তার চ্যানেলের মোট ভিউস ৪২০ মিলিয়ন। 



    বাংলাদেশী টেক ইউটিউবারের চ্যানেলের তালিকা ( Bangladeshi Tech Youtuber's Channel )  

    সেই সাথে ইউটিউব চ্যানেলের প্রচার ও প্রসার বাড়ছে বাংলাদেশেও। বিনোদনমুলক চ্যানেলের পাশাপাশি,  শিক্ষামূলক ইউটিউব চ্যানেলপ্রযুক্তি বিষয়ক চ্যানেল গুলোর অডিয়েন্স দ্রুত বৃদ্ধি হচ্ছে। 

    এই পোস্টে আমি ১০ টি টেক ইউটিউবারের চ্যানেল নিয়ে কথা বলব। বাংলাদেশি টেক ইউটিউব চ্যানেল এর তালিকা সম্পর্কে জানবেন আজকের এই পোস্টে।  লাভজনক ইউটিউব কন্টেন্ট বানানোর আইডিয়া সম্পর্কে জানতে এই লেখাটি পড়ুন। 

    ইউটিউব ও ইউটিউব চ্যানেল মনিটাইজ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে আমাদের অনলাইন ব্লগের সাথেই থাকুন। প্রয়োজনে আমাদের সাথে যোগযোগ করুন। 


    বাংলাদেশের শীর্ষ ১০ টি টেক ইউটিউবার ও তাদের চ্যানেল। (Top 10 Bangladeshi Tech Youtube Channel ) 

    আরো পড়ুনঃ 




    ১. ATC Android ToTo Company 

    এন্ড্রয়েডে এপ্লিকেশন ও মোবাইল ফোন সহ বিভিন্ন ধরনের গ্যাজেট রিভিউ এর ভিডিওতে সাজানো সম্পূর্ণ এই চ্যানেলটি। 

    সাবস্ক্রাইবার : ১.৫ মিলিয়ন

    ভিডিও         : ৭৩০ টি 

    টোটাল ভিউ : ১৮০ মিলিয়ন

    ইউটিউবার   :  অশিকুর রহমান তূষার, তানভির ইভান ও তাদের বন্ধুরা


    ২. SamZone

    স্মার্টফোন ফোন রিভিউ এর শেরা একটি ইউটিউব চ্যানেল।  বাজারে আসা সকল ফ্লাগশিপ ডিভাইস এর রিভিউ এই চ্যানেলে পেয়ে যাবেন। 

    সাবস্ক্রাইবার : ১.৬০ মিলিয়ন

    ভিডিও         : ১০০০+ টি 

    টোটাল ভিউ : ১৪৪ মিলিয়ন

    ইউটিউবার   : স্যম 


    ৩. Sohag 360 

    বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ইউটিউব চ্যানেলটি তালিকা প্রথমে জায়গা করে নিয়েছে সোহাগ ভাইয়ের ভিডিওর মাধ্যমে।

    সাবস্ক্রাইবার : ১.৪৭ মিলিয়ন

    ভিডিও         : ৩৮৫ টি 

    টোটাল ভিউ : ৮০ মিলিয়ন

    ইউটিউবার   : সোহাগ মিয়া


    ৪. Freelancer Nasim

    ইউটিউবে খুব কম সময়ে সফলতা পাওয়া একটি ইউটিউব চ্যানেল।  ফ্রিল্যান্সিং শেখা, নতুন ফ্রিল্যান্সারদের গাইডলাইন,  ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট ভালো ভাবে শেখার জন্য এই চ্যানেলটি অনুসরণ করুন। 

    সাবস্ক্রাইবার : ১.২৭ মিলিয়ন

    ভিডিও         : ৯৪৭ টি 

    টোটাল ভিউ : ৫৮ মিলিয়ন

    ইউটিউবার   : ফ্রিল্যান্সার নাসিম ( মোঃ নাসিম )

    বাংলাদেশের প্রযুক্তি বিষয়ক ইউটিউব চ্যানেল,
    বাংলাদেশী টেক ইউটিউবার


    ৫. RealTech Master

    প্রযুক্তি বিষয়ে সঠিক ধারনা ও চলমান টেকনিকাল সব বিষয়ে জানতে এই চ্যানেলটি ফলো করতে পারেন। 

    সাবস্ক্রাইবার : ০.৯৮৩ মিলিয়ন

    ভিডিও         : ১০০০+ টি 

    টোটাল ভিউ : ৭০ মিলিয়ন

    ইউটিউবার   : মাহাফুজ আলম


    ৬. Tech to the Point - TTP

    ডিজিটাল প্রোডাক্ট রিভিউ এর অন্যতম জনপ্রিয়  বাংলা চ্যানেল। আমি ব্যাক্তিগত ভাবে  চ্যানেলটির ভিডিওগুলো খুবই পছন্দ করি। 

    সাবস্ক্রাইবার :০.৭৩ মিলিয়ন

    ভিডিও         : ৪০০ টি

    টোটাল ভিউ : ৪৪ মিলিয়ন

    ইউটিউবার   : ওয়াহিদুর রহমান


    আরো পড়ুন ঃ

    জন্মদিনে ফানি শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২। মজার মজার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২

    ১৫ টি লাভজনক ইউটিউব চ্যানেল আইডিয়া। ইউটিউবে ভিডিও বানানোর আইডিয়া।

    ফ্রিল্যান্সিং কেন করবেন? যে ৫ টি কারনে আপনি ফ্রিল্যান্সিং করবেন?

    ১২ টি ফানি ইউটিউব চ্যানেলের তালিকা। ফানি ইউটিউব চ্যানেলের তালিকা 


    ৭. Growbig

    যদি ব্লগিং বা কন্টেন্ট রাইটিং শিখতে চান অথবা ফ্রিল্যান্সিং টিপস পেতে চান তাহলে আমি এই চ্যানেলটি রিকমান্ড করব।

    সাবস্ক্রাইবার : ০.৪৯৫ মিলিয়ন

    ভিডিও         : ৫৭৫+ টি 

    টোটাল ভিউ : ১৫ মিলিয়ন

    ইউটিউবার   :  ফকরুল ইসলাম


    ৮. Khalid Farhan

    চ্যানলটির ভিডিও বাংলা ভাষায় হলেও খালিদ ফারহান ভাই কিন্তু দেশের বাইরে থেকেই এই চ্যানেলের মাধ্যমে আমাদের প্রযুক্তি বিষয়ক সঠিক তথ্য দিয়ে সহয়তা করে যাচ্ছেন। 

    সাবস্ক্রাইবার : ০.৪৭ মিলিয়ন

    ভিডিও         : ১০০ টি 

    টোটাল ভিউ : ১২ মিলিয়ন

    ইউটিউবার   : খালিদ ফারহান 


    ৯. Jhanker Mahabub

    ঝংকার মাহাবুব ভাইকে তো অনেকেই চিনে থাকবেন। তিনি প্রোগ্রামিংয়ে একজন জিনিয়াস।  প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিং শিখতে চ্যানেলটি ফলো করুন। 

    সাবস্ক্রাইবার : ০.৩৯০মিলিয়ন

    ভিডিও         : ১৫৬ টি 

    টোটাল ভিউ : ১২ মিলিয়ন

    ইউটিউবার   : ঝংকার মাহাবুব


    ১০. Freelancing Care

    ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এই চ্যানেলটি দারুনভাবে সহায়তা করবে। এছাড়া বিভিন্ন বিষয়ে সাহায়তামুলক ভিডিও পেয়ে যাবেন চ্যানেলটিতে। 

    সাবস্ক্রাইবার : ০.৩৯০ মিলিয়ন

    ভিডিও         : ২১৬ টি 

    টোটাল ভিউ : ৮ মিলিয়ন

    ইউটিউবার   : মো ঃ নরুল্লাহ হোসাইন 


    এসব তো গেল বাংলাদেশের শীর্ষ ১০ টি টেক ইউটিউবারের চ্যানেলের তালিকা। এই তালিকাটিতে থাকা প্রতিটি টেক ইউটিউবার আপনাকে প্রযুক্তি বিষয়ে যে কোনো ধরনের জ্ঞান অর্জন করতে সহায়তা করবে। ইউটিউব কন্টেন্ট তৈরির আইডিয়া পেতে লেখাটি অনুসরন করুন।

    তাই আশা করি আর্টিকেলটির মাধ্যমে আপনি নিজের প্রয়োজন অনুযায়ী টেক ইউটিউব চ্যানেল বাছাই করে নিতে পেরেছেন এবং আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। 

    ১০ টি টেকনিকাল ইউটিউব চ্যানেল ছাড়াও আরো দুটি ইউটিউব চ্যানেল শেয়ার করছি যেগুলো  বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রিতে অনেকটা ভূমিকা রাখে।  


    ১১. Bangla Tech Pro

    অনলাইনে ইনকাম ও বিভিন্ন এন্ড্রয়েড এপ্লিকেশনের মাধ্যমে করা ট্রিক্স নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে। 


    ১২. Online help 360

    এই চ্যানেলটি সম্পুর্ণ অনলাইন ইনকাম সম্পর্কিত ভিডিও নিয়ে সাজানো। অনলাইনে ইনকামের কমবেশি প্রায় সব উপায় নিয়েই চ্যানেলটির ভিডিওতে আলোচনা করা হয়ে থাকে। 

    এই কয়েকটি প্রযুক্তি বিষয়ক চ্যানেল ছাড়াও আরো বেশ কয়েকটি ভালো ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলোর কথা এই পোস্টে উল্লেখ করা হয় নি।  

    এছাড়াও ওপার বাংলার ( কোলকাতা ) কিছু প্রতিষ্ঠিত প্রযুক্তি বিষয়ক চ্যানেল চ্যানেল রয়েছে যা অন্য পোস্টে তুলে ধরার চেষ্টা করব। আজকেই আর্টিকেল এই পর্যন্তই রলই ভালো থাকবেন।


    বাংলাদেশের ইউটিউবার FAQ 

    বাংলাদেশের শেরা ইউটিউবার কে? 

    বাংলাদেশের সেরা ইউটিউবারদের তালিকা করলে একজনেরই নাম প্রথমে আসে, তিনি হলেন বাংলাদেশের শেরা ইউটিউবার তৌহিদ আফ্রিদি। এছাড়া তৈহিদ আফ্রিদি এর ব্যাপারে মজার তথ্য হল...


    বাংলাদেশের ১ নাম্বার ইউটিউবার কে ?

    ২০২১ সালের তথ্য অনুসারে বাংলাদেশের ১ নাম্বার ইউটিউবার হল তৌহিদ আফ্রিদি। তার ব্যাপারে সবচেয়ে মজার তথ্য হল...


    who is number 1 youtuber in bangladesh? 

    According to the latest news Towhid Afridiis no 1 youtube r in banladsh 





    Next Post Previous Post