মোবাইল দিয়ে জানুন আপনার বন্ধু কোথায় আছে ? কিভাবে মোবাইল দিয়ে কারো লোকেশন খুজে বের করবেন?

মোবাইলে লোকেশন ট্র্যাকিং
How to track location by mobile


কিভাবে মোবাইল দিয়ে কারো লোকেশন জানা যায়?

প্রয়োজন-বসত অনেক সময় আমাদেরকে পরিবারের বা কোনো বন্ধু লাইভ লোকেশন জানার প্রয়োজন হয়। অনেক সময় কারো ওপর নজরদারি করার জন্য লোকেশন ট্রেক করার প্রয়োজনীয়তাও দেখা দেয়। 

সে যেকোনো কাজের জন্য হোক, কারো লোকেশন খুজে ট্রেক করা যখন জরুরী তাহলে চলুন জেনে নেই কিভাবে মোবাইলের মাধ্যমে কারো লোকেশন খুজে বের করবেন? 

কিভাবে মোবাইল দিয়ে বন্ধুর লাইভ লোকেশন খুজে বের করবেন?

কারো লোকেশন খুজে বের করার বিভিন্ন উপায় আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন তবে বেশিরভাগই প্রতারণা। কারো লাইভ লোকেশন ট্রেক করার কার্যকরী উপায় হাতে-গোনা কয়েকটি মাত্র।

তাই আজকে আমি আপনাদের কাছে মোবাইল নাম্বার দিয়ে কাউকে খুজে বের করার কার্যকারি উপায় তুলে ধরব। 

আরো পড়ুন :

মোবাইলে লোকেশন ট্রাকিং এর বাস্তবতা ?

মোবাইলে কারো লোকেশন খোজার আগে আপনাকে একটি কথা ভালোভাবে মাথায় রাখতে হবে যে মোবাইল ডিভাইস গুলোর প্রযুক্তি এতটা উন্নতা না যে আপনি খুব সহজেই কারো লাইভ লোকেশন ট্রাক করতে পারবেন যেমনটা মুভিতে দেখানো হয়। 

তাই ইউটিউব চ্যানেলের কোন ভিডিও দেখে এমনটা ভুল ধারনার ওপর বসে থাকবেন না যে আপনি সহজেই কারো মোবাইল হ্যাক করে লাইভ লোকেশন ট্রাক করতে পারবেন। এই খেলায় বাস্তবতা কি সেটা আমি আই পোস্টে উল্লেখ করব। 

মোবাইল দিয়ে জানুন আপনার বন্ধু কোথায়?

মোবাইল নাম্নার দিয়ে  কাউকে খুজে বের করার শতভাগ কার্যকারী উপায়টি আমি এই পোস্টে তুলে ধরব আশা করি সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক।

যে উপায়েই আপনি কাজটি করুন না কেন আপনাকে কিছু শর্তাবলী মাথায় রাখতে হবে। 

প্রথমত আপনি যে বন্ধুর লোকেশন খুজতে চাচ্ছেন তার ফোনের কিছু তথ্য আপনার লাগবে। অর্থাৎ তার ফোনটি আপনার হাতে ১ মিনিটের জন্য হলেও লাগবে। তার পরে যা করতে হবে তা নিচে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে।


👉কিভাবে অনলাইনে ক্রেডিট কার্ড ফ্রিতে তৈরি করবেন👈


গুগল ম্যাপের মাধ্যমে লাইভ লোকেশন খুজে বের করা।

কোনো অপরিচিত জায়গার অবস্থান জানতে অথবা সেই জায়গার ম্যাপের বিস্তারিত তথ্য জানতে গুগল ম্যাপ এর কোনো বিকল্প নেই।

গুগল ম্যাপ, গুগলের একটি নিজস্ব এপ্লিকেশন তাই আমি আপনাদের এই এপ্লিকেশনটিই ব্যবহারের অনুরোধ করব।  তাছাড়া কোনো থার্ডপার্টি এপ্লকেশন ব্যবহারের থেকে গুগল ম্যাপ ব্যবহার করা বেশি নিরাপদ হবে। 

তাই প্রথমত আপনাকে মোবাইল দিয়ে বন্ধুকে খুজে বের করার এই কাজটি করার জন্য আপনার বন্ধুর মোবাইলে( যার লাইভ লোকেশন  জানতে চান তার ফোন) সর্বপ্রথম গুগল ম্যাপ এপসটি ইন্সটল করে নিতে হবে। সব ফোনেই ডিফল্টভাবে ( স্বয়ংক্রিয়ভাবে বা আপনা-আপনি) এই এপসটি ইন্সটল করা থাকে, যদি না থাকে তাহলে গুগল প্লে-স্টোর থেকে ইন্সটল করে নিতে হবে।

তারপরে আপনার বন্ধুর মোবাইলের গুগল ম্যাপ এপ্লিকেশনটি ওপেন করতে হবে।  


তারপরে ডানপাশের উপরের দিকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। যারফলে আপনার সামনে এমন একটি পপ-আপ চলে আসবে। 


আপনার গি-মেইল দিয়ে লগ ইন করা না থাকলে লগ ইন করে নিতে হবে। 


এবার  Location Shearing  অপশনে ক্লিক করুন। দেখবেন আপনার সামনে নিচের ছবির মত টাইম সিলেক্ট করার একটি অপশন আসবে। এখানে আপনি আপনার ইচ্ছে মত ১ ঘন্টা - ৫ ঘন্টা,  টাইম সিলেক্ট করতে পারবেন।


কিন্তু আমি রিকমান্ড করব "Untill I turn off" সিলেক্ট করতে। 


তাহলে এই মোবাইলে লাইভ লোকেশন জানার জন্য একটি লিংক তৈরি হয়ে যাবে,  এই লিংকটিকে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে নিতে হবে। 

আরো পড়ুনঃ 

রিসেলার বিজনেস কি? কিভাবে রিসেলার বিজনেস শুরু করবেন? রিসেলার বিজনেস করে টাকা আয়।

২০২২ সালে কোন ধরনের ইউটিউব চ্যানেল খোলা লাভজনক হবে ? লাভজনক ইউটিউব চ্যানেল আইডিয়া ২০২২

জন্মদিনে ফানি শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২। মজার মজার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২


নিচে আপনার বন্ধুর মোবাইলে সেভ করা কিছু নাম্বার দেখাচ্ছে,  আপনাকে ডানদিকে স্ক্রল করব মোর অপশনে কিল্ক করতে হবে।  


যার ফলে আপনার সামনে এমন একটি উইনডো খুলে যাবে।  


উপরের বক্সে আপনার মোবাইলের নাম্বাত দিন তারপরে একটি পপ-আপ আসলে OK তে ক্লিক করে দিন। এবার সেন্ড অপশনে ক্লিক করুন। 



এখন আপনি আপনার  বন্ধুর মোবাইলে মেসেজ অপশনে চলে আসলেন।  এবার লিংকটি আপনার মোবাইলে মেসেজ করে দিন আপনার বন্ধুর মোবাইল থেকে। 


কাজ শেষ!!  এই কাজটি করতে আপনার বন্ধুর মোবাইলটি ১ মিনিটের জন্য আপনার হাতে থাকলেই চলবে। 

তারপরে আপনি চলে আসবেন আপনার মোবাইলে। আপনার বন্ধু যখনই অনলাইনে থাকবে, তখনি আপনি সেই লিংকে ( যে লিংক মেসেজের মাধ্যমে পেলেন) ক্লিক করলে গুগল ম্যাপের মাধ্যমে আপনার বন্ধুর লাইভ লোকেশন খুজে বের করতে পারবেন।  

এই প্রক্রিয়ার মাধ্যমে ফ্রিতে সহজেই কোনো প্রকার ঝামেলা ছাড়াই যেকোনো ডিভাইসের লাইভ লোকেশন জানা যায়।



Next Post Previous Post