১৫টি শীর্ষ বাংলাদেশের স্টেডিয়ামের তালিকা। বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়াম কয়টি ও এর তালিকা--nbanglablog

বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামের তালিকা


ভালো ক্রিকেট গ্রাউন্ডের অভাব বাঙালি ক্রিকেটপ্রমীদের অন্ততে সর্বদাই খোটা দেয়। অনেকের ধারনা মানসম্মত বাংলাদেশি ক্রিকেট স্টেডিয়ামের অভাব, বাংলাদেশ ক্রিকেটের দুরবস্থার একটি কারন।  

যদিও বাংলাদেশ বেশ কিছু ক্রিকেট গ্রাউন্ড রয়েছে কিন্তু সেইগুলোর অযত্নের কারনে ধীরে ধীরে এসব ধ্বংসের মুখে চলে যাচ্ছে। 

আজকে আপনাকে জানাবো বাংলাদেশর ১৫ টি শীর্ষ বাংলাদেশের স্টেডিয়ামের তালিকা  সম্পর্কে। আশা৷ করি তথ্য গুলো আপনার পছন্দ হবে।

a

 

    বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়াম কয়টি ?

    বিশ্বের জনপ্রিয় তথ্য ভান্ডার উইকপিডিয়া এর তথ্য অনুসারে বাংলাদেশে ক্রিকেট ও ফুটবল মিলিয়ে প্রায় ৭০ টিরও অধিক স্টেডিয়ামে আছে।

    কিন্তু আমার ধারনা মতে এই পরিসংখ্যান সম্পুর্ন সঠিক না। বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংখ্যার গননা করতে গেলে প্রায় ১৫ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম খুজে পাওয়া গেল।

    এদের মধ্য থেকে কিছু স্টেডিয়ামের বর্তমান অবস্থা চরম খারাপ। কতৃপক্ষের অবহেলার কারনে এসব স্টেডিয়াম এখন খেলার অনুপযোগী হয়ে এসেছে। তাই আমার ধারনা মতে বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের এর সংখ্যা ১০ টি।

    a

    শীর্ষ ১৫ টি বাংলাদেশের স্টেডিয়ামের তালিকা 

    ১ শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়াম

     এই ক্রিকেট স্টেডিয়াম ঢাকার মিরপুরে অবস্থিত। স্টেডিয়ামটির প্রতিষ্ঠা কাল ২০০৬ সাল ও এর দর্শক ধারন ক্ষমতা ২৬০০০।  

    বাংলাদেশে প্রায় সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এই গ্রাউন্ডে খেলা হয়। এটি বলিং ফ্রেন্ডলি পিচ এবং এখন পর্যন্ত এটি বাংলা দেশের সবচেয়ে জনপ্রিয় ও আধুনিক ক্রিকেটে স্টেডিয়াম।


    ২ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গোপালগঞ্জ 

    বাংলাদেশি ক্রিকেট স্টেডিয়ামের তালিকার এই স্টেডিয়ামটি গোপালগঞ্জ জেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম এই ক্রিকেট স্টেডিয়ামটি।  এই স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা প্রায় ২৮০০০ হাজার ও ১৩ একর জমিতে প্রতিষ্ঠিত এই ক্রিকেট স্টেডিয়ামটি


    শীর্ষ ৫ টি বাংলাদেশি ফ্রিল্যন্সিং ওয়েবসাইট

    ফ্রিল্যান্সিং কেন করবেন? ফ্রিল্যন্সিং করার ৫ টি লাভজনক কারন জেনে নিন। 

    a

    ৩ ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম 

    এই স্টেডিয়ামকে খান সাহেন ওসমান আলী স্টেডিয়াম নামেও ডাকা হয়ে থাকে। স্টেডিয়ামটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।  ২৫০০০ দর্শক ধারনে সক্ষম বড় ক্রিকেট স্টেডিয়ামটি  

    শীর্ষ ১৫ টি বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামের তালিকা, বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামের তালিকা
    Bangladeshi cricket Stadium list 


    ৪ সিলেট জেলা স্টেডিয়াম ( ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ) 

    সিলেট জেলায় প্রানকেন্দ্রে অবস্থিত এই স্টেডিয়ামটি প্রায় ৫ একর জায়গাজুড়ে বিস্তৃত।  এই স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা প্রায় ২০০০০ জন। 


    ৫ সিলেট বিভাগীয় স্টেডিয়াম 

    এই গ্রাউন্ডটিও সিলেট জেলায় অবস্থিত।  এই স্টেডিয়ামের দর্শক ধারনক্ষমতা ২২০০০ হলেও এইখানে খুবই কম আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। 


    ৬ শেখ কামাল স্টেডিয়াম কক্সবাজার 

    কক্সবাজার জেলায় অত্যন্ত মনরোম পরিবেশে বিরাজমান এই স্টেডিয়ামের দর্শকধারন ক্ষমতা মাত্র ১০০০০ জন। তবে এই প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষন করে। 


    শেরা ১৫ বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামের তালিকা

    ৭ এম এ আজিজ স্টেডিয়াম চট্রগ্রাম 

    বাংলার অন্যতম জনপ্রিয় একটি ক্রিকেট স্টেডিয়াম যেখানে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। এই স্টেডিয়ামের দর্শক ধারনক্ষমতা ২০০০০ হাজার ছারিয়ে। 


    ৮ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্রগ্রাম

    চট্রগ্রাম জেলায় অবস্থিত এটি একটি অধুনিক ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামেও প্রায় ২০০০০ জন দর্শক একসাথে খেলা দেখতে পারবেন। 

    a

    ৯ বরিশাল স্টেডিয়াম ( আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম) 

    বরিশালে অবস্থিত এই স্টেডিয়ামটি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হলেও এটি বরিসালের উপেক্ষিত স্টেডিয়াম হিসেবে বিবেচিত। এইখানে ৩৫০০০ হাজার দর্শক একসাথে খেলা দেখতে পারে তবু এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ এই গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় নি। 


    সহজে মোবাইল দিয়ে অনলাইনে ইনকামের উপায় কি?  অনলাইনে ইনকামের সহজ উপায়।

    শেরা ৮ টি অ্যাপ দিয়ে অনলাইন থেকে ইনকাম করুন 


    ১০ শেখ আবু নাসের স্টেডিয়াম খুলনা

    ২০০৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়ামটি বাংলাদেশ ক্রিকেটের একটি অংশ।  এই স্টেডিয়ামে দর্শক ধারনক্ষমতা প্রায় ২০ হাজার। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় নি। 


    ১১ শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম নাটোর

    স্টেডিয়ামটি নাটোর জেলার।  কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাই এই মাঠে এখনও অনুষ্ঠিত হয় নি।  প্রায় ১৮০০০ হাজার দর্শক একসাথে এই স্টেডিয়ামে খেলা উপভোগ করতে পারে। 

    a

    ১২ শেখ কামাল স্টেডিয়াম নীলফামারী

    নীলফামারিতে অবস্থিত এই স্টেডিয়ামে দর্শক ধারনক্ষমতা প্রায় ২০০০০ জন। তবে বর্তমানে এটি শুধুই ক্রিকেট স্টেডিয়াম নয় বরং অন্যান্য ক্রিড়াও সম্পন্ন করা হয় এই স্টেডিয়ামে। ( বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামের তালিকা


    এই কয়েকটি স্টেডিয়াম ছাড়াও বাংলাদেশে বেশ কিছু ক্রিকেট স্টেডিয়াম রয়েছে তবে সেগুলোতে না কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় না সেগুলোর পরিচর্যা সঠিক ভাবে হয়। তাই এসব স্টেডিয়াম সম্পর্কে বিস্তারিত বলাই আসলে কিছুই নেই। ( বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইট সম্পর্কে জানুন )

    তবুই আমি কয়েকটি স্টেডিয়ামের নাম তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনারা সেই সব স্টেডিয়াম সম্পর্কে জানতে সক্ষম হন। ( ফ্রিল্যান্সিং কি? কীভাবে শুরু করবেন? শুরু থেকে শেষ )


    ১৩ ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম 

    ১৪ রংপুর স্টেডিয়াম 

    ১৫ শহীদ মুক্তিযোদ্ধ স্মৃতি স্টেডিয়াম 


    এসব হল বাংলাদেশের বর্তমানের কিছু। জনপ্রিয় ও আধুনিক স্টেডিয়ামের তালিকা। আমি এই আলোচনায় আপনার সাথে শীর্ষ ১৫ বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামের তালিকা সম্পর্কে জানানোর চেষ্টা করেছি আশা করি আমি তা করতে পেরেছি।


    বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম 

    বাংলার ভবিষ্যৎ পরিকল্পিত শহর পুর্বাচলে তৈরি হতে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম যার সম্ভাব্য নাম হবে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম 

    ২০২২ সাল নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা জানার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রকল্প সম্পন্ন হলে এটি হবে এশিয়ায় দ্বিতীয় ও বাংলার সর্ব বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এর উপস্থিতি হবে বাংলাদেশের নতুনশহর পুর্বাচলে।


    FAQ 

    বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কয়টি ?

    বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংখ্যার গননা করতে গেলে প্রায় ১৫ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম খুজে পাওয়া গেল। কিন্তু বাস্তবের এই তথ্যের খুব বেশি মিল নেই কারন অবহেলা ও অযত্নের কারনে...

    বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কোনটি ?

    বাংলার ভবিষ্যৎ পরিকল্পিত শহর পুর্বাচলে তৈরি হতে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম যার সম্ভাব্য নাম হবে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। 

    How many cricket stadium in Bangladesh ?

    If you count the number of international cricket stadiums in Bangladesh, you can find about 15 international cricket stadiums. But this number isn't tell the whole story. Many of these stadium 


    উপসংহার :

    আর্টিকেলটি বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়ার উদ্দ্যেশ্যে লিখা হয়েছে । বাংলাদেশে ক্রিকেট স্টেডিয়াম কয়টিবাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে জানতে পারবেন লেখাটি পড়ে। 
    Next Post Previous Post