বাংলা কবিতা ক্যাপশন | বাংলা শর্ট কবিতা | কবিতা ক্যাপশন বাংলা

বাংলা কবিতা ক্যাপশন , বাংলা শর্ট কবিতা


ফেসবুক বর্তমানে আমাদের একটি চলার সাথী। ফেসবুক। ফেসবুক হচ্ছে আমাদের দ্বিতীয় একটি পরিচয় যেটাকে ভার্চুয়াল আইডেন্টিটি ও বলা যেতে পারে। ফেসবুকে দেওয়া আমাদের স্ট্যাটাস ও আপডেট গুলো সামাজিকভাবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের ব্যক্তিসত্তা পরিচয় সম্পর্কে। 

ফেসবুক পোস্ট এর ক্যাপশনে, কি ধরনের ক্যাপশন ব্যবহার করলাম সেটাও বেশ গুরুত্বপূর্ণভাবে আপনার পরিচয় তুলে ধরছে। কোন ধরনের ছবি এর জন্য কোন ধরনের ক্যাপশন ব্যাবহার করতে হবে, বা কোন ধরনের ক্যাপশন কোন ছবির জন্য উপযুক্ত সেটা নির্বাচন করে ফেসবুক পোস্ট করাও  আপনার স্মার্টনেসকে উপস্থাপন করে।

A


বাংলা কবিতা ক্যাপশন 

এই আর্টিকেল আমি আপনাদের কিছু ফেসবুক পোস্ট এর জন্য বাংলা কবিতা ক্যাপশন নিয়ে হাজির হলাম। ফেসবুকের ছবিতে কবিতা ব্যবহার করাতেও একটা আধুনিকতার ভাব থাকে। তাই আপনি যদি ছবিতে বাংলা কবিতা ক্যাপশন বা কবিতা ক্যাপশন বাংলা ব্যবহার করতে চান তাহলে আজকে আর্টিকেলের বাংলা কবিতা ক্যাপশন গুলো পুরোপুরিভাবে আপনার জন্য। 


আরো পড়ুন

ভালোবাসার রোমাঞ্চকর গল্প

ভালোবাসার কবিতা 


রোমান্টিক বাংলা কবিতা ক্যাপশন

রোমান্টিক ছবিতে রোমান্টিক বাংলা কবিতা ক্যাপশন ব্যবহার না করলে কেমন যেন একটা বেমানান ভাব থেকেই যায়। এই অংশের রোমান্টিক বাংলা কবিতা ক্যাপশন কিংবা ক্যাপশন বাংলা কবিতা গুলো থেকে বাছাই করে যেকোনো একটি ক্যাপশন আপনি নিজের ছবিতে ব্যবহার করতে পারেন। 

A

Bangla kobita captain


তোমায় দেখার পরেই প্রিয়,

হলাম আমি দিওয়ানা;

আপন করে চাই যে তোমায়,

তোমায় ছাড়া বাঁচবো না।


তুমি আমার শ্বাস-প্রশ্বাস,

তুমি সূর আর গুঞ্জন;

তোমায় পেলেই রঙিন হবে,

আমার সারাটি জীবন।


আরো পড়ুন


বাংলা শর্ট কবিতা স্ট্যাটাস 

বাংলা শর্ট কবিতার অন্যতম বৈশিষ্ট হল এই কবিতা গুলো খুব অল্প ভাষায় মনের গভির থেকে আবেগকে তুলে আনে। এই কবিতা গুলো সহজেই পাঠ্য এবং সহজেই বোধগম্য। নিচে এমন কিছু অসাধারন বাংলা শোর্ট কবিতা ও কবিতা ক্যাপশন তুলে ধরা হল।

A

দেখলে তোমায় তৃপ্ত হয়,

আমার দুটি নয়ন;

তোমার স্মৃতির অ্যালবামে ভরা,

আমার কল্পনার ভুবন।


আরো পড়ুন


বাংলা কবিতা ফেসবুক স্ট্যাটাস 

বাংলা কবিতাকে ক্যাপশনে ব্যবহার করার পাশাপাশি আমরা অনেক সময় বাংলা কবিতা ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে থাকি নিচে উল্লেখিত বাংলা কবিতা ফেসবুক স্ট্যাটাস গুলো থেকে যে কোন একটি স্ট্যাটাস বাছাই করে আপনি নিজের ফেসবুক ওয়াল সাজাতে পারেন..( বাংলা শর্ট ক্যাপশন কবিতা )



আজকে যদি প্রথম দেখা,

দু-দিন পরেই ছ্যাকা;

বর্তমানের সম্পর্ক সব, 

এই নিয়মে আঁকা।



বাংলা কবিতা কবিতা ফেসবুক স্ট্যাটাস নিউ

ফেসবুক পোস্টে কবিতা ক্যাপশন বা বাংলা শর্ট কবিতা লিখে পোস্ট করলে নিজের কবি কবি ভাবকে উপস্থাপন করা সহজ হয়। এতে করে মেয়ে পটানো সহজ হয় ( মজা করলাম আরকি ) । আসলে কবিতা মনের অনুভুতি প্রকাশের অন্নতম মাধ্যম।  


যদি দেখাতে চাও নিজের সফলতা, 

তবে পকেটএ রেখো ওয়ালেট ভর্তি টাকা;

টাকা ছাড়া তোমার অস্তিত্ব, সমান থাকা না থাকা,

টাকাই তোমায় চিনিয়ে দেবে, টাকাই তোমার আকা।



বাংলা শর্ট কবিতা ( বাংলা শর্ট ক্যাপশন কবিতা ) 

বাংলা শট কবিতা ( ক্যাপশন বাংলা কবিতা ) আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর্টিকেলটির এই পর্যায়ে আপনাদের সাথে কিছু চমৎকার বাংলা শর্ট কবিতা শেয়ার করতে চলেছি। আশা করছি নিচে উল্লেখিত বাংলা শর্ট কবিতা গুলো আপনাদের পছন্দ হবে। ( বাংলা শর্ট ক্যাপশন কবিতা )

 ০১

ব্যাবহার করে ফেলে দিতে চাও

আমি কোনো খসরা কাগজ নই। 

যে আপন করে নেবে,

তাকে সর্বস্ব উজার করে দেই। 


০২

ভালোবাসা হয় মন সন্ধিতে
সবাই সেকথা মানি
আমি শুধু ভালোবাসি তোমায়,
এটুকুই আমি জানি।


বাংলা শর্ট কবিতা  ক্যাপশন ( ক্যাপশন বাংলা কবিতা )

ফেসবুক পোস্টে কবিতা ক্যাপশন বা বাংলা শর্ট কবিতা লিখে পোস্ট করলে নিজের কবি কবি ভাবকে উপস্থাপন করা সহজ হয়। এতে করে মেয়ে পটানো সহজ হয় ( মজা করলাম আরকি ) । আসলে কবিতা মনের অনুভুতি প্রকাশের অন্নতম মাধ্যম। আর কবিতার মাধ্যমেই সমাজের সকলের জন্যই শান্তি ও সম্প্রতির বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব। 

০১

চিরস্মরণীয় ছোটবেলা মোর,

অন্তরে ওঠে ভেসে,

কত খেলিতাম ভাইদের সাথে;

আজ কেউ নেই পাশে।


০২

তোমার প্রেমে সফল আমি
প্রেম প্রকাশে ব্যার্থ।
প্রিয়তমাকে ভালোবাসি
বিলিয়ে সকল স্বার্থ।

 

কবিতা ক্যাপশন বাংলা

কবিতা আমাদের বাংলা সাহিত্যের রক্ততে মিশে আছে। বাংলা কবিতা থেকে শুরু করে বাংলা শর্ট কবিতা বা বাংলা ছন্দ সবই বাংলা কাব্য সাহিত্যের অনন্য সম্পদ। 

এসব কবিতার চরচার অভাবে আজ কবিতা বিলুপ্তির পথে। তাই যেখানেই থাকি বাংলা কবিতা ক্যাপশন, বাংলা শর্ট কবিতা ক্যাপশন এর কথা ভুলে গেলে চলবে না, সেটা হোক ইন্টারনেট কিংবা জুকাবার্গ এর মেটাভারর্স এ।   

০১

সফলতা কারো জন্য নতুন পরিচয়;

নিঃসন্দেহে সফলতা আনন্দময় অধ্যায়;

সফলতা কারো জন্য হাজারটা প্রশ্নের উত্তর;

নিঃসন্দেহে সফলতা নেয়ামত সৃষ্টিকর্তার। 



০২

তুমি তো ব্যাথা দিতে জানো;

কিন্তু আমি তা শোইতে জানি। 

তুমি তো ভুলে যেতে পারো;

কিন্তু আমি তা আজো ভুলিনি। 



০৩

অপেক্ষা যতদিনেরই হোক, 

প্রিয় মানুষের জন্য তা করা যায়। 

কিন্তু ছলনা ক্ষনিকে র জন্য হলেও,

তার দাগ মনে রয়ে যায়।


০৪

আমার থেকে দূরে দূরে থাকো
সেটাও আমি বুঝি।
একদিন তুমি চিনবে আমায়
সেদিনই আমি রাজি।



আলোচনার মূল বাক্য

কবিতা প্রেমীদের জন্যে প্রতিটি ফেসবুক পোস্ট বা অনলাইন একটিভিটি ক্ষেত্রে কবিতা ক্যাপশন বা কবিতা আবৃত্তি একটি বিশেষ গুরুত্বপূর্ন কাজের আওতায় পরে। তাই আমার মত কবিতা প্রেমীদের জন্যে আয়োজনে স্থান পেয়েছে বিশেষ বাংলা কবিতা ক্যাপশন এর সমারোহ।


post
নিচের কোড আপনার

৬০ সেকেন্ড অপেক্ষা করুন কোড পেতে...
Next Post Previous Post