জন্মদিনের কবিতা | জন্মদিনের শুভেচ্ছা কবিতা | ছোটদের জন্মদিনের কবিতা

জন্মদিনের কবিতা,


নিঃসন্দেহে করো জন্মদিন তার জন্য একটি বিশেষ আনন্দের দিন। এই দিনে বিভিন্নভাবে আনন্দ উদযাপনের পাশাপাশি আমরা আত্মীয় স্বজনদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা পেয়ে থাকি। 

আর চলমান সময়ের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও আমাদের ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের জন্মদিনের কথা নোটিফিকেশনে পাঠিয়ে আমাদের স্মরণ করিয়ে দেয় আজ বন্ধুর জন্মদিন।


জন্মদিনের শুভেচ্ছা কবিতা 

আমরা বিভিন্ন ভাবে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস লিখে ও জন্মদিনের কবিতা লিখে বন্ধুদের শুভকামনা ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে থাকি। 

ফেসবুক পোস্টের ক্যাপশনে জন্মদিনের কবিতা বা জন্মদিনের ছন্দ দিয়ে, সুন্দর একটি ছবি দিয়ে পোস্ট করাটা যেন এখন একটি কালচার হয়ে দাঁড়িয়েছে। 


জন্মদিনের কবিতা 

এই কালচারের জের ধরেই ফেসবুক পোস্ট এর ক্যাপশনে জন্মদিনের কবিতা বা জন্মদিনের শুভেচ্ছা কবিতা এর চাহিদা বেড়েই চলেছে। আর আপনাদের চাহিদা পূরণ করার জন্যই আজকের পোস্ট আমি জন্মদিনের কবিতা আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে এসেছি।  


>>

বাতাসে পেলাম খুশির বার্তা 

সেই বার্তার শীতলতায় 

মন পেল তৃপ্ততা 

আমার ভাইয়ের জন্মদিনে 

তৃপ্ত হৃদয়ের গভীর থেকে রইল 

প্রাণঢালা শুভেচ্ছা।



জন্মদিনের ছন্দ 

জন্মদিনে আমরা বিভিন্নভাবে Birthday-boy বা Birthday-girl কে আনন্দ দেওয়ার চেষ্টা করি বা নিজেরা আনন্দ নেওয়ার চেষ্টা করি। এই আনন্দ বিনিময়ের একটি মাধ্যম হতে পারে জন্মদিনের কবিতা বা জম্নদিনের ছন্দ। ফেসবুকে জন্মদিনের কবিতা পোস্ট করার মাধ্যমে আমরা আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। 


>>

এই জগতে হাজার মেয়ে 

বউ কিন্তু একটাই রে

বিয়ে জীবনে একবার হলেও 

জন্মদিন আসে বারে বারে         


জন্মদিনের ভালোবাসার কবিতা 

জন্মদিন হল ভালোবাসার দিন। এই দিনে Birthday Boy Or Birthday Girl সকলের পক্ষ থেকে ভালোবাসা ও উপহার পায়। তাই এই দিনে ভালোবাসার কবিতা দিয়ে তাকে একটি সুন্দর স্ট্যাটাসের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায়। 


>>

আজ আমার ফ্রেন্ডলিস্টে,

যাদের জন্মদিন ছিল;

তাদের থেকে সবার আগে,

তোমার নাম উঠে এলো।


তাই না দেখে আমি নামক প্রাণী,

বেজায় খুশি হলো।

মনে মনে ভাবল সে যে, 

আহ! এইতো সুযোগ এলো। 

    


>>

আমার সাথীর জন্মদিনে 

খুশির তাল বেজে উঠুক 

সবার প্রাণে প্রাণে 


ভালোবাসা নিও শুভেচ্ছা নিও

ভাগ করে দিও তা

সবআত্মীয়-স্বজনে

  

ভালো মুহূর্ত কে ভাগ করে নাও

দেখবে কিভাবে সবাই তোমার 

আপন ভেবে কাছে নেবে টেনে


তোমার সফলতার দর্শক আমি।

এই বাণীগুলো গেঁথে নিলে মনে,

সফল হবে তুমি নীরবে-গোপনে। 




>>

আজ কোন ফুল দিয়ে সাজাবো তোমায়?

গোলাপ, জবা নাকি চন্দ্রমল্লিকা? 

বল কোন ফুলটি মানাবে তোমায়?

কোন সাজে পাব তোমার,

সর্ব স্নিগ্ধ রূপের দেখা? 


আজ কোন পড়নে দেখবো তোমায়? 

ওয়েস্টার্ন গাউন নাকি শাড়ি গায়ে জড়া?

বল কোন বাজনার তালে ঝংকারে;

তোমার জন্মদিনে,

মাতিয়ে তুলব সারা পাড়া?

Next Post Previous Post