নগদ একাউন্টের পিন দেখার নিয়ম। কিভাবে নগদ একাউন্টে পিন পরিবর্তন করতে হয়?

নগদ একাউন্ট এর পিন দেখার নিয়ম



নিঃসন্দেহে নগদ বাংলাদেশের শেরা অনলাইন ই-মানি ট্রান্সফারিং সেবাগুলোর মধ্যে একটি।  নগদে আর্থিক লেনদেন বেশ সুবিধাজনক ও নিরাপদ হওয়ায় গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়  এই প্রতিষ্ঠানটি৷ 

নগদ নিয়ে আজকের এই আলোচনায় আমরা জানব কিভাবে নগদ একাউন্টের পিন দেখতে হয়? ও কিভাবে নগদের পিন পরিবর্তন করতে হয়?

a

আরো পড়ুন:

মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম? কিভাবে মোবাইলে নগদ একাউন্ট খোলা যায়

নগদ একাউন্টে টাকা দেখার নিয়ম? কিভাবে নগদ একাউন্টে ব্যালেন্স চেক করতে হয়?

নগদ একাউন্টের পিন কি?  পিন হল নগদ একাউন্টের একটি গোপন ও ব্যক্তিগত নাম্বার অথাৎ  Personal Identification Number. 

নগদ একাউন্টে যাবতীয় কার্যাদী সম্পন্ন করতে ও লেনদেন করতে PIN Number সরাসরিভাবে জড়িত৷ পিন নাম্বার ছাড়া কোনো ধরনের লেনদেন নগদের মাধ্যমে সম্ভব না। 

তাহলে অতি জরুড়ি এই পিন দেখা যায় কিভাবে? 

a

কিভাবে নগদ একাউন্টের পিন দেখা যায়?

নগদ একাউন্টের পিন দেখার কোনো সুনির্দিষ্ট উপায় নেই তবে পিন কি সেটা জানা যেতে পারে। যখন কোনো নগদ একাউন্ট খোলা হয় তখনই পিন নাম্বার সেট-আপ করার জন্য জীজ্ঞাসা করা হয়।  

তাই নগদ একাউন্ট খোলার সময়ই একাউন্ট হোল্ডারকে সচেতনভাবে পিন নাম্বার সেট আপ করতে হয়।

তবুও পরবর্তীতে কোনো কারনে একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে সেটা জানার একমাত্র উপায় হল, নগদের কাস্টমার মেনেজারদের সাথে কথা বলা। 

আপনি চাইলে নগদ হেল্পলাইনে(১৬১৬৭) কল করে অথবা সরাসরি নগদ কাস্টমার কেয়ারে( ০৯৬ ০৯৬)  কল করে কাস্টমার ম্যনেজারদের সাথে কথা বলতে পারেন। 

আপনি পিন নাম্বার ভুলে গেছেন এমন কোনো পরিস্থিতিতে পরলে আরো একটি সমাধান বেছে নিতে পারেন আর তা হল,  নগদ একাউন্টের পিন নাম্বার পরিবর্তন।  

a

পড়তে পারেন:

অনলাইনে মোবাইল দিয়ে ইনকাম ২০২১। মোবাইল দিয়ে অনলাইন থেকে টাকা আয় ২০২১


কিভাবে নগদ একাউন্টের পিন নাম্বার পরিবর্তন করতে হয়?

USSD কোড ডায়াল করে সহজেই নগদ একাউন্টের পিন নাম্বার পরিবর্তন করা যায় । কিছু ধাপ অনুসরন করলেই সজজেই নগদ একাইউন্টের পিন নাম্বার পরিবর্তন করা যায় । 

  1. প্রথমত আপনি আপ্নার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *১৬৭# , এরপরে আপনার সামনে একটি ডায়ালগ বক্স চলে আসবে। 
  2. সবার নিচে ৮ নাম্বার অপশনে অর্থাৎ Pin Reset অপশন সিলেক্ট করুন এবং ৮ লিখে সেন্ড করুন।
  3. নতুন ডায়ালগ বক্সের ১ নাম্বারে  Forget Pin অপশন সিলেক্ট করুন এবং সেন্ড অপশনে ক্লিক করুন । ফলে আপনাকে নতুন ডায়ালগ বক্সে নিয়ে নিয়ে যাওয়া হবে।
  4. এই পর্যায়ে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার লিখে সেন্ড করুন ফলে আপনাকে নতুন ডায়ালগ বক্সে নিয়ে যাওয়া হয়। 
  5. এবার আপনাকে আপনার NID কার্ড অনুসারে আপনার জন্ম সাল লিখতে হবে। 
a
এখন আপনার মোবাইলে একটি মেসেজ আসবে । এবং সেই মেসেজ অনুসারে আপনাকে পুনরায় *১৬৭# ডায়াল করতে হবে এবং আপনাকে এবার পিন সেট করার জন্য বলা হবে । এই পর্যায়ে আপনাকে ৪ ডিজিটের একটি পিন সেট আপ করতে হবে। 

এভাবে সহজেই আপনি আপনার পিন নাম্বার পরিবর্তন করতে পারেন যদীও আপনি পিন নাম্বার ভুলে যান । আশা করি আপনাকে এই পোস্টি ভালো লেগেছে, ভালো লাগলে সাথেই থকবেন। 

Next Post Previous Post