নগদ একাউন্ট দেখার উপায় ও নগদ একাউন্ট দেখার কোড

how to check nagad account


বাংলাদেশের শেরা মোবাইল ব্যাংকিং সেবাদান কারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নগদ অন্যতম। নগদ বাংলাদেশের ডাক বিভাগ কতৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। 

এই আর্টিকেলে নগদ একাউন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। নগদ একাউন্ট খোলা থেকে শুরু করে টাকা লেনদেন ও নগদ একাউন্ট দেখার নিয়ম পর্যন্ত সব কিছুই থাকছে আজকের আলোচনায়। 

a

নগদ একাউন্ট কি?

নগদ একাউন্ট হল মোবাইলে আর্থিক লেনদেন করার একটি একাউন্ট। যেহেতু নগদ বাংলাদেশে সরকারের সমর্থনে পরিচালিত তাই  নগদ গ্রাহককে বিষেশ সুজোগ-সুবিধা দিয়ে থাকে। 


কিভাবে নগদ একাউন্ট খোলা যায়?

নগদ একাউন্ট খোলা বেশ সহজ একটি কাজ।  নগদ একাউন্ট দুই ভাবে খোলা যায় . নগদ এপ এর মাধ্যমে ২. USSD কোড ডায়ালের মাধ্যমে।  

দুটি উপায়কে কাজে লাগিয়ে কিভাবে নগদ একাউন্ট খোলা যায় সেটা আগের আর্টিকেলে আলোচনা করা হয়েছে।  "নগদ একাউন্ট খোলার নিয়ম"  এই আর্টিকেলটি পড়ুন।

a

নগদ একাউন্ট খুলতে কি কি লাগে? 

নগদ একাউন্ট খূলতে বিষেশ কিছু লাগে না। যদি আপনি USSD ডায়াল করে একাউন্ট করতে চান তাহলে একটি স্মার্টফোন বা এনালগ ফোন হলেই হয়ে যাবে। 

আবার নগদ এপ এর মাধ্যমে একাউন্ট করতে চাইলে একটি স্মার্টফোন আবশ্যক সেই সাথে আপনার জাতীয় পরিচয় পত্র (NID কার্ড)  লাগবে।


নগদ একাউন্ট দেখার নিয়ম।

দুটি উপায়ে সহজেই নগদ একাউন্ট দেখা যায়।  নগদ এপ ও USSD কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখা খুবই সহজ।  


USSD কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখা। 

a

*১৬৭#  হল নগদ একাউন্ট দেখার কোড।  এই নগদ একাউন্ট দেখার কোডটি ডায়াল করলেই আপনি সরাসরি আপনার নগদ একাউন্টে চলে আসবেন। 

আপনার সামনে ছবির মত একটি পপ-আপ অপশন চলে আসবে। এখান থেকে নিদ্রিষ্ট নাম্বার ডায়াল করে আপনি প্রয়োজনীয় মেনুতে চলে যেতে পারবেন। 

এখানে যেসকল সেবা পাবেন তার মধ্যে উল্ল্যেখযোগ্য হল: Mobile Recharge,  Bill Pay, Balance Inquire,  Pin Reset, My Nagad ইত্যাদি। 


নগদ এপ এর মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম। 

স্মার্টফোনে নগদ এর এপ ইন্সটল করা থাকলে  নগদ একাউন্ট দেখা আরো সহজ হয়ে যায়। নগদ এপ ইন্সটল করে কিভাবে একাউন্ট সেটআপ করতে সেটা জানতে উল্লেখিত আর্টিকেলটি পরুন।

নগদ এপ-এ ক্লিক করলে প্রথমেই আপনাকে একাউন্টের পিন নাম্বার দিয়ে এপ-এ লগ ইন করে নিতে হবে। 

তারপরে আপনি ছবি মত করে আপনার একাউন্টে চলে আসবেন যেখান থেকে আপনি আপনার একাউন্টের সসম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন।

নগদ অ্যাপ থেকে লেনদেন সবচেয়ে সহজ ও নিরাপদ।  নগদ অ্যাপ এর মাধ্যমে টাকা আদান প্রদানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।

a

নগদ একাউন্ট দেখার কোড কি? 

মোবাইলে USSD কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখা যায়। আর নগদ একাউন্ট দেখার USSD কোড হল *১৬৭#।  


নগদ একাউন্টে পিন (PIN)  কি?  

পিন হল ( PIN = Personal Identification Number) ব্যাক্তিগত পরিচিতিমূলক সংখ্যা। একজন একাউন্ট হোল্ডারের জন্য একটি ৪ সংখ্যার গোপন পিন সেট আপ করতে হয়। 

পিন সেট-আপ একাউন্ট তৈরির সময় করতে হয়। পিন নাম্বার ভুলে গেলে পিন রিসেট করা যায়।  কিভাবে পিন রিসেট করা যায়?  জানতে লেখাটি পড়ুন। 

a

নগদে কিভাবে আর্থিক লেনদেন করা যায়?

এই পর্যায়ে জানব, আর্থিক লেনদেন এর জন্য কিভাবে নগদকে কাজে লাগানো যায়? নগদে আর্থিক লেনদেনের জন্য পিন নাম্বার অতি প্রয়োজনীয়। নগদে যেকোনো ধরনের লেনদেন করতে বা তথ্য পেতে পিন এর প্রয়োজনীয়তা আবশ্যক।  

নগদ এপ-এ অথবা USSD কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার জন্য নিচের আর্টিকেলটি পড়ুন। 


মোবাইল ব্যাংকিং-এর জন্য কেন নগদ ব্যবহার করব?  কেন নগদ শেরা? 

প্রথম নগদ হল একটি বিশ্বস্ত ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান যা বাংলাদেশ ডাক বিভাগের আওতায় থ্রার্ড ওয়েভ টেকনলজি লিমিটেড কতৃক পরিচালিত। 

a

নগদ এর সুবিধাসমূহ : 

নগদে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম, যা মাত্র ১২ টাকা পর্যন্ত প্রতি হাজারে। তাছাড়া নগদে সেন্ড মানি ও বিল-পে করা সম্পুর্ন ফ্রি। 

এতসব সুবিধার পাশাপাশি নগদ দিচ্ছে ইএমাআই ( EMI ) এর সুজোগ। 

এছাড়াও নগদে আছে নিত্যনতুন অফার ও ক্যাশব্যাক সহ বিভিন্ন সুবিধা যা নগদকে অন্যসব মোবাইল ব্যাংকিং কোম্পানি থেকে আলাদা করে। 

তো এই পোস্টে একটুই ছিল। আশা করি নগদ একাউন্ট দেখার নিয়ম বিষয়ক এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। 







Next Post Previous Post