ছোটদের ছড়া | বাচ্চাদের ছড়া | ছোটদের মজার ছড়া | chotoder chora | ছোটদের কবিতা

বাচ্চাদের ছড়া | ছোটদের মজার ছড়া | chotoder chora | ছোটদের কবিতা
ছোটদের ছড়া


ছোট বেলায় আমরা সকলেই ছড়া শুনে বড় হয়েছি। বাংলা বুকে এমন লোকের সংখ্যা নেই যে ছোটবেলায় বাবা-মা এর কাছ থেকে ছড়া মুখস্ত করা শিখে নাই। ( ছোটদের ছড়া

আজও এর ব্যাতিক্রম হয় না, আজও আমরা নিজেদের ছোট ছোট সোনা-মনি দের ছড়া পড়িয়ে বড় করে তুলি। আর এই ধরনের ছড়াগুলো পাঠ করে আমরা তাদের মধ্যে শিক্ষার আলো সঞ্চার করার চেষ্টা করি। এভাবে পড়াশোনা এর প্রতি তাদের আগ্রহ বাড়তে থাকে। ( ছোটদের কবিতা )


ছোটদের কবিতা

আমাদের সমাজে এখনো "হাটিমা টিম টিম" , "আয় আয় টিয়ে" ও "ঘুম পাড়ানি মাসি-পিসি" এর মত জনপ্রিয় সব ছোটদের ছড়া গুলো আমাদের ছোট সোনামনি দের মুখে শোভা পাচ্ছে। ( বাচ্চাদের ছড়া

এসব ছড়ার পাশাপাশি আরো কিছু ছোটদের ছড়া আছে যা একটি শিশুকে ছোট থেকেই পাঠ করানো উচিৎ বলে অনেকেই মনে করেন। ( ছোটদের হাসির ছড়া 


আরো পড়ুন 

ছোটদের মজার খেলনা কম দামে 

অনুপমা আজকের পর্ব 

মিঠাই আজকের পরব অনলাইনে 


ছোটদের ছড়া

তাই আজকের পোস্টে আমি আপনাদের সামনে ছোটদের ছড়াছোটদের কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। এই আর্টিকেল থাকছে, ছোটদের ছড়া, ছোটদের কবিতা, বাচ্চাদের ছড়া, ছোটদের হাসির ছড়া সহ বিভিন্ন প্রকারের ছড়ার আয়োজন। আশা করছি ছোটদের ছড়াছোটদের কবিতা নিয়ে এই আয়োজন আপনাদের ভালো লাগবে। 



>> 

সূর্যি মামা দিনে উঠে,

চাঁদ মামা ওঠে রাতে।

দুই মামাতে মিলেমিশে,

নিজেদের কিরণ বাটে।


সূর্যি মামা দিনে উঠে,

চাঁদ মামা ওঠে রাতে।

দুই মামাতে মিলেমিশে,

নিজেদের কিরণ বাটে।


জেনে নিন


chotoder chora ( chotoder kobita ) 

( chotoder chora ) ছোটদের কবিতা আজকের আর্টিকেলের মূল আকর্ষন। আজকের পোস্টে আপনাদের জন্য বিষশভাবে ( chotoder chora, chotoder kobita) ছোটদের কবিতা নিয়ে হাজির হলাম। ( শিশুদের ছড়া


>>

বনের রাজা সিংহ মামা,

তার আদেশেই বনের রাজ্যে,

সব পশুর হয় ওঠা-নামা


বাঘ-ভাল্লুক, হাতি আর জিরাফ,

সবার ওপর হুকুম চলে,

একমাত্র সিংহ মামার।


তবুও মামার চেয়ে বুদ্ধিতে সেরা,

পন্ডিত হল উপাধি তার। 

পন্ডিত হল শেয়াল মশাই, 

বুদ্ধিতে সে যে সেরা সবার।



>>

বনের রাজা সিংহ মামা,

তার আদেশেই বনের রাজ্যে,

সব পশুর হয় ওঠা-নামা


বাঘ-ভাল্লুক, হাতি আর জিরাফ,

সবার ওপর হুকুম চলে,

একমাত্র সিংহ মামার।


তবুও মামার চেয়ে বুদ্ধিতে সেরা,

পন্ডিত হল উপাধি তার। 

পন্ডিত হল শেয়াল মশাই, 

বুদ্ধিতে সে যে সেরা সবার।



বাচ্চাদের ছড়া

ছড়া বাচ্চাদের শিক্ষার প্রথম উপাদান। যে কোনো বাচ্চা আগে ছড়া মুখস্ত করে নিজের জীবন শুরু করে । তার বাচ্চাদের ছড়া ( ছোটদের দেশের ছড়া ) বাচ্চাদের জীবনে একটি গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। আর এই প্রতিবেদনে আপনাদের সাথে বাচ্চাদের কবিতা বাচ্চাদের ছড়া গুলোই ভাগাভাগি করতে যাচ্ছি। আশা করছি আপনাদের পছন্দ হবে। ( ছোট বাচ্চাদের ছড়া )   


>>

ছয়টি ঋতু, বারো মাসে,

বাংলা বর্ষে যায় আর আসে।

ছয় ঋতুতেই এই প্রকৃতি, 

সাজে নানান রূপ আর রসে। 


রোদ আর তাপের গ্রীষ্ম ঋতু,

বৈশাখ ও জৈষ্ঠ্য এই দুই মাসে।

বৃষ্টি-বাদলের বর্ষা ঋতু,

আষাঢ়-শ্রাবণ মিলে আসে। 


শরৎকালের সাদা কাশবন হাওয়ায় দোলে,

ভাদ্র ও আশ্বিন এ দু-মাসেই তার দেখা মেলে।

আনন্দময় নবান্ন উৎসব, শুরু হয় হেমন্তকালে,

হেমন্ত ঋতু আসে, কার্তিক-অগ্রহায়ণ দু-মাস মিলে।


ছোটদের হাসির ছড়া

হাসির ছড়া ছোটরা সবসময়ই পছন্দ করে, তাই আমাদের আয়োজনের এই অংশে আমরা বিষেশভাবে ছোটদের হাসির ছড়া ( ছোটদের মজার কবিতা ) নিয়ে হাজির হলাম। ছোটদের হাসির ছড়াছোটদের কবিতা গুলো বাচ্চাদের মজার কারন হবে আশা করি। 



হাতের কাছে ব্যাঙ এর ছাতা,

ব্যাঙ হাড়িয়ে গেল কোথা?

ঐ দেখ ব্যাঙ লুকিয়ে ঝোপে;

দেখছে তোমায় চুপে চুপে।

>> 

হাতের কাছে ব্যাঙ এর ছাতা,

ব্যাঙ হাড়িয়ে গেল কোথা?

ঐ দেখ ব্যাঙ লুকিয়ে ঝোপে;

দেখছে তোমায় চুপে চুপে।




বাবুসোনা বলে ভাত খাবো না;

না খেলে তো বল পাবে না;

নিয়মিত খাওয়া করলে তবে,

সবখানে তুমি শেরা বাবু হবে।


>>

বাবুসোনা বলে ভাত খাবো না;

না খেলে তো বল পাবে না;

নিয়মিত খাওয়া করলে তবে,

সবখানে তুমি শেরা বাবু হবে। 


বাচ্চাদের ছড়ার বই

বাচ্চাদের ছড়া শেখানোর জন্য বাজারে নির্দিষ্ট কতগুলো বই পাওয়া যায় যেখানে অনেকগুলো বাচ্চাদের ছড়া লিখিত পাওয়া যায়। আপনি যদি আপনার সন্তানকে আমাদের উল্লেখিত ছড়াগুলোর বাইরে আরো ছড়া শেখাতে চান, তাহলে বাজার থেকে কিছু ছড়ার বই কিনে নিতে পারেন। এতে আপনার সন্তানের বিকাশ নিশ্চিত হবে আশা করা যায়। 


আলোচনার মূল কথা

বাচ্চাদের ছড়া বা ছোটদের ছড়া এর সংগ্রহ গুলো আপনাদের নিশ্চই ভালো লেগেছে। আমি আশা করি ছোটদের মজার ছড়াchotoder chora )  নিয়ে সাজানো আমাদের আমাদের আজকের প্রতিবেদনটি  আপনাদের মন কেরে নিয়েছে।  


Next Post Previous Post