বিড়ালের নাম বাংলা | বিড়ালের সুন্দর নাম | cat name bangla

মানুষের নানান সখের মধ্যে পোষা প্রাণী পালন করা একটি অন্যতম সখ। বিড়াল, পাখি, খরগোশ এর মত আরো অনেক প্রাণী মানুষ পোষ মানিয়ে বাসা-বাড়িতে পালন করে থাকে।

পোষা প্রাণী বা pat হিসেবে বিড়াল পালনের হার তুলনামূলক বেশি। বেশিরভাগ মানুষ বিড়াল পালনে আগ্রহী। আর আজকের আলোচনার বিষয়ও সেই লাভলি প্রাণী বিড়াল ও বিড়ালের নাম।


বিড়ালের নাম, বিড়ালের সুন্দর নাম


বিড়ালের নাম বাংলা

সবাই নিজের পোষা প্রাণীর সুন্দর একটি নামকরণ করে থাকেন। নিজের পোষা প্রাণীটির একটি সুন্দর ও অনন্য নাম থাকবে সেটা সবাই চায়। আর আপনি যদি একজন বিড়াল প্রেমি হন তাহলে আপনার বিড়ালের নাম রাখা নিয়ে আপনিও চিন্তিত সেটা আমি বুঝিতে পারছি।

তাই বিড়াল প্রেমি বা বিড়াল পালক ভাইবোনদের জন্য আজকের আর্টিকেলে কিছু বিড়ালের সুন্দর নাম সাজেশন আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা এখন থেকে আপনার পছন্দের বিড়ালের জন্যে একটি নাম নির্বাচন করতে পারবেন।


বিড়ালের সুন্দর নাম

একটি বিড়ালের নাম সুন্দর হওয়ার পাশাপাশি সেই নামটি আধুনিক হওয়া বেশি গুরুত্বপূর্ণ। আজকাল নামের মধ্যে আধুনিকতা না থাকলে ব্যাপারটা জমে না। ব্যাপারটা সবচেয়ে বেশি জমে যখন আপনার বিড়ালের নামটি ইউনিক হয়, অর্থাৎ নামটি একক বা আনকমন হলে। 

নিচে বিড়ালের সুন্দর নাম ইউনিক ও আনকমন নাম পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আশা করি আপনারা এখন থেকে একটি নাম আপনার বিড়াল এর জন্যে বাছাই করতে পারবেন।


cat name bangla ( female ) 

Hair are some female cat name in Bangla. If you are interested to naming your cat in Bangla than here are some options for you.

• Aliya ( আলিয়া )
• Jui ( জুই )
• Simi ( সিমি )
• Archna ( অর্চনা )
• Mariya ( মারিয়া)
• Labiba ( লাবিবা )
• lusi ( লুসি )
• Mow ( মৌ )
• Bahari ( বাহারি )
• Angela ( এঞ্জেলা)
• Topy ( তপি ) 
• Snobi ( স্নোবি )
• Labida ( লাবিদা )
• Sunetra ( সুনেত্রা )
• Luna ( লুনা )
• Alo ( আলো )
• Airin ( আইরিন )



বিড়ালের সুন্দর নাম ছেলেদের জন্যে

উপরে আপনাদের জন্য বিড়ালের যে কয়েকটি নাম শেয়ার করেছি সেগুলো মেয়ে বিড়ালের জন্য বেশ মানানসই এবং ইউনিক নাম। এবার চলুন দেখে নেই ছেলে বিড়ালের কিছু সুন্দর নাম।

• Dhrubo ( ধ্রুব )
• Champ ( চ্যাম্প )
• Simba ( সিম্বা )
• Logan ( লোগান )
• Pablo ( পাবলো )
• Jack ( জ্যাক )
• Macho ( মাচো )
• Mukto ( মুক্ত )
• Dayon ( ডায়ন )
• Laiger ( লাইগার )
• Don ( ডন )
• Leo ( লিও )
• Palowan ( পালোয়ান )
• Stark ( স্টার্ক )
• Tutul ( টুটুল )
• Snow ( স্নো )


আশা করছি উপরে উল্লেখিত বিড়ালের সুন্দর নাম গুলো আপনাদের পছন্দ হয়েছে। এর বাইরেও যদি আপনারা অন্য কোন ধরনের নাম চান যেমন: স্টাইলিশ নাম, বা মর্ডান নাম তাহলে কমেন্ট করে জানাবেন আমরা আরো কিছু নাম সাজেশন আপনাদের জন্য তুলে ধরবো। 


বিড়ালের কিউট নাম 

এই অংশে বিড়ালের কিউট কিছু নাম উল্লেখ করা হবে। উপরের নামগুলো থেকে যদি আপনি এখনো আপনার বিড়ালের নাম বাছাই করতে অক্ষম হন তাহলে এই অংশে নাম গুলো আপনার জন্যে।

• Diya ( দিয়া)
• Dayna ( ডায়না )
• Narin ( নারিন )
• Surovi ( সুরভী )
• Sundori ( সুন্দরী )
• Baby ( বেবি )
• Daliya ( ডালিয়া )
• Sanai ( সানাই )
• Rosi ( রোজী )
• Koli ( কলি )
• Guddi ( গুড্ডি )
• Lili ( লিলি )
• Jesi ( জেসি )
• Meo ( মিও )
• Payel ( পায়েল )
• Nansi ( ন্যান্সি )

আমার ধারনা উপরে উল্লেখিত কিউট বিড়ালের নাম বা কিউট পোষা প্রাণীর নাম গুলো আপনার অবশ্যই পছন্দ হবে।এই নাম গুলোর মধ্যে অনেকগুলো কমন নাম আবার অনেকগুলো ইউনিক বা আনকমন নাম রয়েছে। 

আশা করছি আপনি আপনার পছন্দের নামটি বেছে নিতে সক্ষম হবেন। তবুও বিড়ালের নাম নিয়ে যদি কোন ধরনের সমস্যা কিংবা সাহায্য প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। 


বিড়ালের মজার নাম

এসব সুন্দর সুন্দর বিড়ালের নাম এর বাইরেও আপনি চাইলে আপনার বিড়ালের নাম কোনো সেলিব্রেটি বা সুপারস্টার এর নামে রাখতে পারেন। যেমন আপনি বিড়াল যদি বেশ চঞ্চল হয় তার জন্যে আদর্শ নাম হতে পারে, রোনালদো, RDJ, রণবীর 😄 ইত্যাদি। 


পরিশেষে বলা যায়

পছন্দের পোষা প্রাণীর নামকরণ করা তার সাথে আপনার জার্নির একটা গুরুত্বপূর্ন অধ্যায়। তাই বিড়ালের নাম রাখার পূর্বে বিভিন্ন সোর্স থেকে এই বিষয়ে ধারণা বা নামের আইডিয়া নেওয়া বুদ্ধিমানের কাজ। 

Next Post Previous Post