ট্যাপ কি? ট্যাপ একাউন্ট খোলা | ট্যাপ কোড ( Tap Account Code, tap ussd code, tap dial code )

ট্যাপ একাউন্ট কি? ট্যাপ একাউন্ট কিভাবে খুলবেন?

বাংলাদেশে নিত্যনতুন সব মোবাইল ব্যাংকিং সেবা চালু হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের বাজারে  আসা নতুন মোবাইল ব্যাংকিং সেবা ট্যাপ। আজকে এই পোস্টে আমি ট্যাপ নিয়েই কথা বলব। 

ট্যাপ একাউন্টের এর ব্যাপারে যা কিছু আছে সব নিয়েই আলোচনা করব আজকের পোস্টে।  ট্যাপ কি? ট্যাপ একাউন্ট কি? ট্যাপ একাউন্ট কিভাবে খোলা যায়? ট্যাপ একাউন্ট খোলার সুবিধা অসুবিধা , ট্যাপ কোড, ট্যাপ ussd কোড, ট্যাপ ডায়াল কোড, ট্যাপ এর লেনদেন চার্জ সহ সব বিষয় নিয়ে আজকের এই পোস্টে আলোচনা করা হবে। 


    ট্যাপ কি? 

    এই প্রশ্নের উত্তর আপনাদের মধ্যে হয়ত অধিকাংশই জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি ট্যাপ হল একটি মোবাইলে আর্থিক লেনদেনের সেবা দানকারী অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর সেবাদানকারী একটি বিশ্বস্ত অ্যাপ। 

    ট্যাপ আজিজিয়া গ্রুপ ও ট্রাস্ট ব্যাংক এর যৌথ প্রচেষ্টায় গঠিত একটি মোবাইল ব্যাংকিং সেবাপ্রদনকারী অ্যাপ। ট্যাপ এর পূর্ন রূপ হল ট্রাস্ট আজিজিয়া পে ( Trust Axiata Pay ) । 


    ফানি স্ট্যাটাস, ফানি বাংলা স্ট্যাটাস ২০২২


    রিসেলার ব্যাবসার সম্পূর্ণ গাইডলাইন, রিসেলার করে টাকা আয় 


    ট্যাপ একাউন্ট কি? 

    ট্যাপ অ্যাপ এ মোবাইল ব্যাংকিং সেবা পাওয়ার জন্য একটি ট্যাপ একাউন্ট করা প্রয়োজন। সেই একাউন্টকেই ট্যাপ একাউন্ট বলা হয়ট্যাপ একাউন্ট প্রাপ্ত বয়স্ক যে কেউ ব্যাবহার করতে পারবে। ট্যাপ একাউন্ট খোলা খুবই সহজ। কিভাবে ট্যাপ একাউন্ট খুলতে হয় সেটা সম্পূর্ণ পোস্টটি পড়লে জানতে পারবেন। 


    ট্যাপ একাউন্ট কিভাবে খুলতে হয়?

    ট্যাপ একাউন্ট স্মার্টফোনের মাধ্যমে অথবা নিকটস্থ এজেন্ট এর মাধ্যমে খুব সহজেই খোলা যায়। তবে এনালগ বা বোতাম বা কি-পেড মোবাইলে ট্যাপ একাউন্ট খোলার সুবিধা এখনো দেওয়া হয় নি। 


    ট্যাপ একাউন্ট খুলতে কি কি লাগে? 

    বেশি কিছুই লাগে না। সফলভাবে একটি ট্যাপ একাউন্ট খোলার জন্য আপনাকে নিজের National Indentity Card সাথে রাখতে হবে। এবং নিজের একটি সেলজি তুলতে হবে । ব্যাস এটুকুই । 


    ট্যাপ একাউন্ট কোথায় খুলব? 

    আগেই বলেছি ট্যাপ একাউন্ট খোলার জন্য আপনার কাছে দুটি অপশন আছে। নিজের স্মার্টফোন একাউন্ট খোলা অথবা কোনো এজেন্ট এর সহযোগিতা নেওয়া। আমি জানি আপনি স্মার্ট ফোনকেই বেছে নেবেন । 

    স্মার্ট ফোন ট্যাপ একাউন্ট খোলার জন্য আপনাকে মোবাইলে প্রথমে ট্যাপ অ্যাপ ইন্সটল করে নিতে হবে। 


    ট্যাপ অ্যাপ কোথায় পাব ? 

    গুগোল প্লে-স্টোরে Tap লিখে সার্চ করলেই আপনি ট্যাপ অ্যাপ পেয়ে যাবেন। তাছাড়া নিচের লিংকে ক্লিক করলে আপনি এক ক্লিকেই Tap অ্যাপ ইনস্টল করে নিতে পারবেন। ( tap dial code


    ইউটিউব চ্যানেল খুলে আয় করতে চান। সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেলের নাম

    online income bd payment bkash 2022

    ট্যাপ একাউন্ট খোলার উপায়

    ট্যাপ একাউন্ট খুলতে প্রথমে আপনাকে মোবাইলের অ্যাপস ইনস্টল করে নিতে হবে। এর পরবর্তীতে গাছগুলো নিজের ধাপে ধাপে আলোচনা করা হলো। ( tap account opening )


    * অ্যাপ ওপেন করলে আপনার কাছে Allow চাইলে Allow অপশনে ক্লিক করুন

    * এর পরে Get Started এ ক্লিক করুন

    * এবার আপনার মোবাইল নাম্বার ও সিম অপারেটর নির্বাচন করুন। 

    * আপনার নাম্বারে একটি কোড পাঠানো হবে সেই কোডটি দিয়ে নাম্বার ভেরিফাই করুন। 

    * এর পরে আপনাকে Tap এর শর্ত গুলো দেখান হবে। আপনি চাইলে সেগুলো পরতে পারেন। না পরলে Agree তে ক্লিক করুন। 

    * এবার একাউন্ট সেট আপ এর পাল। নিজের নাম, লিঙ্গ ও পেশা  নির্বাচন করুন। 

    * পরবর্তী অপশনে আপনার ৪ সংখ্যার পিন সেট আপ করতে হবে। 

    * পিন সেট আপ হয়ে গেলে Let Continue তে ক্লিক করুন। 

    * এই অপশনে আপনার National Indentity Card এর সামনের ও পিছনের অংশ স্কেন করুন।

    * স্কেন করা শেষ হলে আপনার সব তথ্য সয়ংক্রিয় ভাবে নিয়ে নেওয়া হবে আপনার শুধু নিচে নমিনী এর নাম ও নমীনির সাথে সম্পর্ক লিখতে হবে। 

    * সব তথ্য দেওয়া হলে Confirm এ ক্লিক করুন

    * এবার আপনার একটি সেলফি তোলার পাল। সেলফি তুলে কনফার্ম করলেই আপনার একাউন্ট খোলা শেষ। 

    * এবার আপনি পিন ও নাম্বার দিয়ে একাউন্ট লগ ইন করতে পারবেন। 


    ট্যাপ একাউন্ট দেখার উপায়

    আপনি দুই উপায় ট্যাপ একাউন্ট দেখতে পারবেন। প্রথমত স্মার্টফোনের মাধ্যমে ট্যাপ অ্যাপ এ Sing In করে। এর দ্বিতীয়ত ট্যাপ ডায়াল কোড অর্থাৎ USSD কোড ডায়াল করে। ( ট্যাপ ডায়াল কোড, tap dial code )


    ট্যাপ কোড | ট্যাপ একাউন্ট দেখার কোড ( tap account code ) 

    ট্যাপ ডায়াল কোড অর্থাৎ USSD কোড ডায়াল করে ট্যাপ একাউন্ট দেখার কোড হল *201# ) । এই কোড ডায়াল করে আপনি ট্যাপ একাউন্ট দেখা সহ বিল-পে, টাকা পাঠানো, স্কুল ফি প্রদান সহ বিভিন্ন কাজ করতে পারবেন।  


    Tap Account Dial Code ( tap ussd code ) 

    USSD কোড ডায়াল ( ট্যাপ ডায়াল কোড ) করে ট্যাপ একাউন্ট দেখতে চাইলে আপনাকে ট্যাপ একাউন্টের ডায়াল কোড  ( Tap Account Dial Code) জানতে হবে। আর ট্যাপ একাউন্টের ডায়াল কোড হল *201# )  এই কোড ডায়াল করে আপনি যাবতিয় কাজ করতে পারবেন। ( tap account code )


    ট্যাপ একাউন্টে কি কি কাজ করা যায়? 

    আর্টিকেলটির এই পর্যন্ত পরে আপনারা ট্যাপ  একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছেন। ট্যাপ একাউন্ট কিভাবে খুলতে হয়? ট্যাপ ডায়াল কোড ( tap dial code ), ট্যাপ মোবাইল ব্যাংকিং এর সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছি। এই পর্যায়ে একাউন্টের মাধ্যমে কি কি কাজ করা যায় সেই সম্পর্কে আলোচনা করা হবে। ( tap ussd code

      

    ১. ইউটিলিটি বিল পে করা যাবে। 

    ২. ক্যাশ আউট করা যাবে।

    ৩. Add money

    ৪. মোবাইল রিচার্জ 

    ৫. স্কুল এর টিউশন ফি প্রদান করা যাবে। 

    ৬. সেন্ড মানি বা মানি ট্রান্সফার 

    ৭. মার্চেন্ট পে করা যাবে


    এসব কাজ আপনি ট্যাপ একাউন্টের মাধ্যমে খুব সহজেই করে নিতে পারবেন। ট্যাপ একাউন্টের মাধ্যমে লেনদেনের ফলে আপনি কি কি সুবিধা পাবেন ্তা নিচে আলোচন করা হয়েছে।  ( tap ussd code ) 

    এই সব কাজ খুব সহজে ও কম খরচে ট্যাপ একাউন্ট এর মাধ্যমে করা যাবে। 


    ট্যাপ একাউন্ট ব্যাবহারের সুবিধা

    উপরে উল্লেখিত প্রত্যেকটি কাজ আপনি খুব খরচে, সহজেই ট্যাপ একাউন্টের মাধ্যমে করতে পারবেন এটাই ট্যাপ একাউন্টের সবচেয়ে বড় সুবিধা

    নিচে ট্যাপ একাউন্টের লেনদেন খরচ উল্লেখ করা হয়েছে এতে করে আপনি আরো বিস্তারিত তথ্য পাবেন। ( tap account code )


    ট্যাপ একাউন্টের লেনদেন খরচ

    ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ ট্যাপ একাউন্টকে তিন-তিনটি ধরনের বিভক্ত করেছেন যার প্রত্যেকটি আলাদা আলাদা লেনদেন চার্জ রয়েছে। ট্যাপ একেউন্টে লেনদেন খরচ কেমন হবে তা নিচের ছব গুলো দেখেই বুঝতে পারবেন। 


    ১. জেনারেল একাউন্ট 

    ট্যাপ একাউন্ট জেনারেল, ট্যাপে লেনদেন খরচ


    ২. স্টুডেন্ট একাউন্ট 

    ট্যাপ স্টুডেন্ট একাউন্ট, ট্যাপ একাউন্টে লেনদেন খরচ


    ৩. স্যালারি একাউন্ট

    ট্যাপ একাউন্টে লেনদেন খরচ , স্যালারি একাউন্ট



    সারাংশঃ 

    আর্টিকেলে ট্যাপ একাউন্ট খোলা থেকে শুরু করে ট্যাপ মোবাইল ব্যংকিং সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমার ধারনা আর্টিকেলটী আপনাদের ভালোই লেগেছে। 




    Next Post Previous Post