ভালোবাসার ছন্দ | ভালোবাসার কবিতা | রোমান্টিক কবিতা | রোমান্টিক ছন্দ

ভালোবাসার ছন্দ, ভালোবাসার কবিতা, রোমান্টিক কবিতা


কবিতা পাঠ ও কবিতা রচনা বাংলার ঐতিহাসিক বিনোদনের মধ্যে অন্যতম। যুগে যুগে কবিতাকে বুকে লালন করে নিজেদের সাক্ষর ইতিহাসে রেখে গেছেন বহু বীর, লেখক ও পাঠক। 

কবিতা মনের মধ্যে অনুপ্রেরণা জাগায়, নতুন কিছু অনুভব করতে শেখায়। কবিতা মানুষের আবেগের উত্তাপকে বাড়িয়ে দেয়, সত্য কে সত্য মানতে ও সত্যকে বুক ফুলিয়ে সত্য বলতে শেখায়। 

একেক কবিতার রঙ একেক ভাবে পাঠককে রাঙিয়ে তুলে। বিদ্রোহী কবিতা যেভাবে অন্যায় এর বিরুদ্ধে হিংস্র করে তুলে ঠিক তেমনি, রোমান্টিক কবিতা, ভালোবাসার ছন্দ , ভালোবাসার কবিতাপ্রেমের কবিতা মানুষকে রোমান্টিক ও নমনীয় করে তোলে। 


ভালোবাসার ছন্দ

মানুষকে বিভিন্ন রূপে রঙাতেই কবিদের বিভিন্ন ধরনের কবিতা রচনা করার প্রচেষ্টা। ভালোবাসার কবিতাভালোবাসার ছন্দ মানুষকে রোমান্টিক করে তোলে। আর প্রেমের ছন্দ মানুষকে প্রেমিক করে তোলে। আজকের আর্টিকেল আমি আপনাদের সাথে মন ছুঁয়ে যাওয়া কিছু ভালোবাসার ছন্দ শেয়ার করতে চলেছি। 


ভালোবাসার কবিতা

একবিংশ  শতাব্দীতে কবিতা ছন্দের চর্চাতে বেশ পরিবর্তন এসেছে। কবিতা ও ছন্দ এর প্রতি মানুষের আগ্রহ কমতে শুরু করেছে। 

বর্তমানে মানুষ সাহিত্য চর্চা বা কবিতা চর্চা সীমাবদ্ধ রেখেছে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের গণ্ডিতে। 


প্রেমের ছন্দ

ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস রোমান্টিক কবিতা বেশ শোভা পায়। তাই ভালোবাসার ছন্দ বা রোমান্টিক ছন্দ তরুনদের চাহিদার তুঙ্গে থাকে সর্বদা। তাই আজকের আর্টিকেল সকলের চাহিদা অনুসারে রোমান্টিক ছন্দ প্রেমের ছন্দ এবং ভালোবাসার ছন্দ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। 



রোমান্টিক ছন্দ |  

আলোচনার প্রথমেই আপনাদের সকলের পছন্দের রোমান্টিক ছন্দ গুলো দেখে নেওয়ায় যাক। তাহলে আর দেরি না করে নিচে রোমান্টিক ছন্দ গুলো দিকে অগ্রসর হওয়া যাক।    


তোমার ভালোবাসা এই প্রাণে,

উকি দেয় সারক্ষণে।

তুমি ছাড়া শূন্য আমি এই ভুবনে,

আসবে কি তুমি আমার জীবনে।


>> 

তোমার ভালোবাসা এই প্রাণে,

উকি দেয় সারক্ষণে।

তুমি ছাড়া শূন্য আমি এই ভুবনে,

আসবে কি তুমি আমার জীবনে।


প্রেমিক ছুটে প্রেমিকার টানে,

আমি ছুটি তোমার পানে।

আপন করে পাওয়া তোমাকে,

একমাত্র লক্ষ এই জীবনে।


>> 

প্রেমিক ছুটে প্রেমিকার টানে,

আমি ছুটি তোমার পানে।

আপন করে পাওয়া তোমাকে,

একমাত্র লক্ষ এই জীবনে।


মিষ্টি প্রেমের ছন্দ

>>

আমার জীবনে তোমার আগমন,

যেন বৈশাখের মেলার আয়োজন।

তোমার সাথে কাটানো প্রতি ক্ষণ,

যেন জীবনের শ্রেষ্ট মেলা উদযাপন।


ওগো প্রিয়, কি মায়া করেছো তুমি?

এ যে অটুট মায়ার বাঁধন।

কিসে টানে মোরে তোমার তরে?

কিসের লাগি এত আকর্ষণ?


>>

বাদলের মেঘ তুমি, বর্ষার বৃষ্টি।

নীল আকাশের তারা তুমি

উপর-ওয়ালার সৃষ্টি।


মন মাতানো ঘ্রাণ তুমি, 

নেশা ভরা এক দৃষ্টি।

তোমার খোঁজে মাতাল আমি,

তোমাতেই মনে সন্তুষ্টি।



রোমান্টিক কবিতা

যারা ভালবাসতে জানে তারা সেই ভালোবাসা রক্ষা করতেও জানে। ভালোবাসায় দুষ্টামি ও খুনসুটি না থাকলে জমে না। ভালোবাসার খুনসুটি ভালোবাসার সম্পর্কে সজীব রাখে। আর ভালোবাসা ছন্দ, রোমান্টিক কবিতাপ্রেমের ছন্দ সেই খুনসুটি গুলোকে আরো বাড়িয়ে দেয়। 


>>

আমি তোমার স্নানের জল,

তোমার অঙ্গ জুড়ে আমার চল। 

আমি ছাড়া তোমার স্নানে,

অঙ্গ কুটিল হবেনা নির্মূল। 


>>

প্রথম দেখায় তোমায় বন্ধু,

আপন করে পাবার সপ্ন দেখেছি।

তোমার আমার মিলন মেলায়,

লোকের কোথায় আসে-যায় কি?


>>

তোমার আলোতে আমার মনে,

মিশে যায় সব অন্ধকার।

তোমায় পাবার ক্ষণ গুনে গুনে,

ব্যাকুল হয়ে মন বারংবার।


ভালোবাসার রোমান্টিক ছন্দ

ভালোবাসায় ছন্দের উপস্থিতি সম্পর্কে নতুন তাল যোগ করে। তাই ভালোবাসার রোমান্টিক ছন্দ আপনাদের ভালোবাসাকে আরো মধুময় করতে সাহায্য করবে। অসাধারন প্রেমের ছন্দ গুলো আপনার মনের ভেতরের ভালোবাসাকে গভীরভাবে নারা দেবে। এই ভালোবাসার রোমান্টিক ছন্দ গুলো হতে পারে আপনার প্রথম ভালবাসার শুরু। 

>>

তোমার বুক পাঁজরে বন্দী আমি,

মুক্ত হতে চাই না।

তোমার শ্বাস-প্রশ্বাসে যুক্ত আমি 

উড়ে যেতে চাই না। 


>>

দুটি মনের মিলন মেলায়,

পাওয়া না পাওয়ার হিসেব নয়।

কিছু ত্যাগ করে আর কিছু রেখে দিয়ে,

ভালবাসাকে খুজে নিতে হয়। 


>>

তোমার হয়ে থাকব পাশে,

এই হল মোর প্রতিজ্ঞা।

কাছে টেনে নাও গো প্রিয়,

করোনা আমায় অবজ্ঞা। 



>>

যেই মেয়ে রূপে সুন্দর তাই,

করে সর্বদা অহংকার।

দুনিয়ার সব বুড়ো গুলো যেন ,

তার জীবনে হয়ে আসে বর। 



>>

তুমি আমার চাদ-সুর্য

তুমিই আমার তারা;

আমায় মনে রেখো প্রেমি,

দিও আমাকে ধরা। 



>>

তোমায় বলতে চাওয়া যত, 

না বলা কথা;

জমে গিয়ে এই প্রানে,

দিয়ে যায় শুধু ব্যাথা।


Next Post Previous Post