আনকমন কবিতা | প্রশান্তি কবিতা

আনকমন কবিতা, মৌলিখ কবিতা


কবিতা, ছন্দ বা গান আমাদের আবেগ ও অনুভূতির এক বিশাল অংশ জুড়ে বিরাজ করছে। কবিতা আমাদের মনে প্রশান্তি জোগায়, বিষাদ-গ্রস্ত মনকে শান্ত করে। তাই কবিতা পাঠ ও কবিতাকে হৃদয়ে স্থাপন করার অর্থ হৃদয়ের জন্য উপযুক্ত তাল স্থাপন করা। 


আনকমন কবিতা

এত দিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে কবিতা পাঠ ও উপভোগ করে এসেছি। কিন্তু আজকের আর্টিকেলে আপনারা কিছু আনকমন কবিতা এর সাথে পরিচিত হবেন। এমন সব কবিতা যা ইতিপূর্বে রচনা করা হয় নি। 


আনকমন কবিতা কি?

আমকমন কবিতা বলতে এমন সব কবিতাকে বোঝানো হয়েছে যা ইতিপূর্বে রচনা করা হয় নি। এই জায়গায় এসে আপনারা অনেকেই ভুল বুঝতে পারেন। দেখুন আনকমন কবিতা বলতে সেই সব কবিতার বিষয় যেই বিষয়ে কবিতা এখনো লেখা হয় নি.. যেমন: করোনা ভাইরাস, ইন্টারনেট ইত্যাদি বিষয় যাকে কেন্দ্র করে খুব কম কবিতা রচনা করা হয়েছে, তাই নতুন বিষয় নিয়ে লেখা কবিতা গুলোকেই আনকমন কবিতা বলা হয়।   


কিছু আনকমন কবিতা

কবিতা পাঠের মধ্যে যে একটা অতৃপ্ত আনন্দ লুকিয়ে আছে সেটা আপনারা নিচের কবিতাটি পরলেই টের পাবেন। নিচের কবিতাটি সম্পূর্ন মৌলিক একটি কবিতা যাকে সহজ ভাষায় বলা যায় আনকমন কবিতা। 


০১

স্কুল-কলেজ, অফিস-আদালত,

বন্ধের এলো নতুন আইন; 

ডিকশনারির নতুন শব্দ, 

লকডাউন আর কোয়ারেন্টাইন। 


মাস্ক সেনিটাইজারে হচ্ছেনা কাজ,

আমদানি হল কো-ভ্যাকসিন;

বিপরীতে লড়ে ভাইরাস কনা,

নাম যে, তার কোভিড-নাইন্টিন। 


বিশ্ববাসী আতঙ্কিত আজ,

দেখতে হচ্ছে এ কেমন দিন;

পাড়ায় পাড়ায় বাজে স্লোগান 

সুস্থ থাকতে টিকা নিন। 




আনকমন কবিতা সমুহ 

প্রথমে আলোচিত আনকমন কবিতাটি কোন বিষয়কে কেন্দ্র করে রচনা করা হয়েছে সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন আশা করি। নিচে আপনাদের জন্য আরো কিছু আনকমন কবিতা এর ব্যাবস্থা করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। 


০২

আমার কবিতা, আমাকেই বলে,

তুমি কেমন কবি হে? 

সমাজে বাড়ছে অনাচার, পুঁজিবাদীরা লুটছে সবই,

কৃষক আজ মূল্যহীন, যেন অবহেলিত তলাহীন চাবি

শ্রমিকেরা আজ শোষিত, দরিদ্ররা তো খাচ্ছে খাবি; 

এদের জন্য বিদ্রোহী কবিতা, লিখবে টা শুনি কে?

সত্যি সত্যি তুমি কেমন কবি হে.?


সময় নিয়ে আনকমন কবিতা 

অনন্য বা আনকমন কবিতা সমগ্রের মধ্যে নিচে উল্লেখিত কবিতাটি একটি সাধারন কবিতা। আশা করি এই কবিতাটি আপনার কাছে অনকমন মনে হবে। ( বাংলা নতুন কবিতা )


০৩

এ যে আমার লেখা কোনো রূপকথার গল্প নয়;

এটা বিজ্ঞানের অগ্রগতির ফল।

এখানে তোমার কল্পনা,

সেতো আর কল্পনা নয়;

বাস্তবে রূপান্তরিত হয়।


একাল তোমার কালের চেয়ে আলাদা বন্ধু;

তুমি যাকে অসম্ভব ভেবে ছেড়ে দিলে,

তাই একালে এসে,

বাস্তবতায় রূপ নিলে।


পরিশ্রমে সবই সম্ভব হয়।

আর রূপকথার গল্প,

তার বাস্তবতাও বেশি দূর নয়।


একালে ধরণী প্রান্তের খবর,

যা নিমিষেই পাওয়া যায়;

হাজারো বই এর ভাণ্ডার,

তাতো পকেটেই রাখা যায়।


একাল তোমার কালের চেয়ে আলাদা বন্ধু। রূপকথার গল্পকে একালের মানুষ,

ভুলবার পথে প্রায়।

আমার লেখা সত্যিই কোনো রূপকথার গল্প নয়।


উপসংহার 

তো বলুন কবিতাপ্রেমিরা আধুনিক কবিতা গুলো আপনাদের কেমন লাগলো। আমি নিজ কবিতা গুলো বেশ যত্ন সহকারে লিখে আপনাদের জন্য রেডি করেছি। ভালো লাগুক আর খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মন্তব্য আমার জন্য শিক্ষা, অনুপ্রেরনা, ভালোলাগা সবকিছু।  


Disclaimer 

এই পোস্টে উল্লেখিত কবিতা গুলো কোনো বিখ্যাত কবি বা লেখকের কবিতা নয়। এই কবিতা গুলো আমাদের ব্লগের একজন লেখক নিজে লিখেছেন। তাই Nbanglablog এই কবিতা গুলোর মালিকানা রাখে। কেউ যদি এই কবিতা প্রচারের সার্থে কপি করতে চান তাহলে আমাদের জানিয়ে করবেন।    


Next Post Previous Post