আধুনিক কবিতা | আধুনিক প্রেমের কবিতা | আধুনিক কবিতার ছন্দ

আধুনিক কবিতা, আধুনিক প্রেমের কবিতা


কবিতা নিয়ে লেখা আমাদের পোস্টগুলো আপনারা নিয়মিত পরছেন এবং পছন্দ করছেন, এতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আধুনিক কবিতা এর প্রতি আপনাদের আগ্রহ দেখে আমরা আজকের পোস্টে আরো কিছু কবিতা আপনাদের জন্য নিয়ে এলাম। 


আধুনিক কবিতা 

বর্তমান যুগ আধুনিক যুগ। এযুগের কবিতা লেখা ও পাঠ করা এবং লেখক ও পাঠক এর মধ্যে যোগসূত্রটা পুরনো দিনের চেয়ে অনেকটা পাল্টে গেছে। এখনকার যুবসমাজ আধুনিক কবিতা গুলোকে সাদরে গ্রহণ করছে এবং উপভোগ করছে।  

পাঠকদের আগ্রহের প্রতি লক্ষ্য রেখে আমরাও আপনাদের ভালো মানের আধুনিক কবিতা  ও আধুনিক প্রেমের কবিতা উপহার দেওয়ার চেষ্টা করছি। আশা করি এতে আপনাদের সহায়তা পাবো। 


অধুনিক কবিতা বাংলা 

আজকে আপনাদের সামনে আধুনিক কবিতা সমারোহ থেকে কিছু চমৎকার কবিতা উপস্থাপন করতে চলেছি। আমার মনে হয় আপনাদের কবিতাগুলো পছন্দ হবে এবং আপনারা কবিতাগুলো ভালোই উপভোগ করবেন।  ( আধুনিক কবিতার ছন্দ )


>> 

০১

কিসের লাগি আসিলে বল,

মোর ভাঙা এই কুঁড়েঘরে?

কিসে তোমায় টানিলো বল,

হতভাগা এই মোর তরে?


কিসের লাগি গিয়াছিলে তুমি,

আসিবেই যদি ফের ফিরে?

কি অপরাধ ছিল বলো মোর,

ফেলে রাখি ছিলে আন্ধারে?



অধুনিক কবিদের কবিতা


>> 

০২

হাসি-ঠাট্টা যতই করো আমাকে নিয়ে,

ভেবো না তুমি পার পেয়ে যাবে সত্যকে এড়িয়ে। 

সত্য সদাই সত্যই রয়, যায়না কভু তা লুকিয়ে, 

সত্যকে তো দাবানো যায়না, শত রাঙা চোখ দেখিয়ে।


আধুনিক নয় চঞ্চল নয়, কি হবে এই ছেলেকে দিয়ে,

হাসি-ঠাট্টা যতই করো, যাবোনা প্রতিবাদ থেকে পিছিয়ে।

প্রতিবাদের ভাষা ভুলবোনা আমি, যাব না কভু নেতিয়ে, 

সত্যকে কি পারবে দাবাতে, হাজারো ভয় দেখিয়ে?



আধুনিক প্রেমের কবিতা

আধুনিক কবিতার এর মূল অংশ জুরে রয়েছে আধুনিক প্রেমের কবিতা। এই অংশে আপনাদের জন্যে আধুনিক প্রেমের কবিতা নিয়ে সাজানো হয়েছে। ( আধুনিক কবিতা


০৩

আমরা শীতল হওয়াতে,

ভেসে যাবো সখি;

নিজেদের সুধা, 

করিব পান। 


সারারাত জেগে,

হাটিব গো সখি;

ভরা জোছনায়,

করিব স্নান। 



আধুনিক কবিতার ছন্দ

০৪
এক বুক ভালোবাসা
আছে কারো অপেক্ষায়
কোন দুনিয়ায় খুজব তারে
পাবো তারে কি উপায়ে।

ভালোবাসা মোরে করেছে কাবু
হয়ে আছি আমি নিরূপায়
ডাক যদি মোর শুনছো প্রিয়
তবে জেনে রাখো তুমি।

আমার ভালবাসা রয়েছে,
শুধুই তোমার অপেক্ষায়



Next Post Previous Post