মন নিয়ে কবিতা | অবুঝ মন নিয়ে কবিতা

মন নিয়ে কবিতা


কবিতা আমাদের আনন্দ যোগায়, কবিতা আমাদের অনুপ্রেরণা যোগায়। একটি কবিতা অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে লেখা হয়ে থাকে আবার কিছু কবিতা নির্দিষ্ট বিষয়ে অমূল্য শিক্ষা দিয়ে যায়। কবিতা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে, যদি তার অন্তর্নিহীত বানী শিক্ষামুলক হয়ে থাকে। 


    মন নিয়ে কবিতা 

    আগেই বলেছি কবিতা অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে লেখা যায় এমনকি মন নিয়ে কবিতা লেখা যায়। মনের ভিতর আবেগ সম্পর্কিত অনেকগুলো বিষয় থাকে যেগুলো কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা সম্ভব। মন নিয়ে লেখা কবিতা গুলো অনেক সময় আমাদের শিক্ষামূলক বার্তা দিয়ে থাকে। 

    মন নিয়ে কবিতা লিখে আপনাদের সামনে শিক্ষামূলক কিছু বানী উপস্থ্যাপন করার চেষ্টা করা হয়েছে এই পোস্টে। আশা করি আপনি কবিতা গুলো আনন্দের সাথে উপভোগ করতে পারবেন।


    অবুঝ মন নিয়ে কবিতা 

    আপনি যদি অবুঝ মন নিয়ে কবিতা এর সন্ধানে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। প্রথমেই আমি অবুঝ মন নিয়ে একটি সুন্দর কবিতা আপনাদের উপহার দিতে চাই। এই অবুঝ মন নিয়ে লেখা কবিতাটি সম্পূর্ণ ইউনিক একটি কবিতা। মন নিয়ে লেখা এই কবিতাটি আপনাকে একটি শিক্ষামূলক বার্তা দিচ্ছে যেটা আপনাকে উপলব্ধি করতে হবে।  


    নীতিকথা তেতো কথা, 

    সহজে হয় না গর্ল্ধারন,

    নীতি কথায় আমল করলে,

    গড়তে পারবি সুন্দর জীবন। 


    হায়রে আমার অবুঝ মন,

    জ্ঞানের কথা মন দিয়ে শোন।

    জ্ঞানীজনের জ্ঞানের কথা,

    অন্তর মালায় করে নে গাঁথন।


    অর্জন করলেই জ্ঞানীর গুণ, 

    সফল জীবন পাবি তুই মন।

    জ্ঞান অর্জন করলে সাধন,

    স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোর নাম।



    সুন্দর মন নিয়ে কবিতা

    কথায় আছে “সুন্দর মন সুন্দর জীবন গঠনের অন্যতম মাধ্যম” সেই কথার জের ধরেই আজকের আর্টিকেলের এই অংশের আলোচনায় একটি সুন্দর মন নিয়ে কবিতা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ( অবুঝ মন নিয়ে কবিতা ) 


    চেনা ঠিকানা এ মন হারালো

     অচেনা কেউ হাত বাড়ালো

     চিনতে তাকে এগিয়ে গেল

     মন নিজেকে ফের হারাবো


     পাওয়া না পাওয়ার এই খেলাতে 

    মন তো এবার হতাশ হলো

     ভালোবাসাকে খুঁজতে গিয়ে

     মন নিজেকে বিলিয়ে দিল


     ভালোবাসা তো তাকে মিললোই না,

     না মিলল কোনো আশার আলো।

     ভালোবাসার অনুসন্ধানে,

     মন নিজেকে ফের হারালো। 


    মন খারাপ নিয়ে কবিতা 

    অনেক সময় আমাদের মন খারাপ থাকে। নিজেদের মন খারাপ এর অনুভূতি অন্যদের বোঝানোর জন্য কবিতা হতে পারে একটী অন্যতম মাধ্যম। তাই আজকের আয়োজনের এই অংশে থাকছে মন খারাপ  নিয়ে কবিতা।  


    মন দরিয়ায় রসিক মাঝি,

    রাখলে তোমার জীবন বাজি,

    স্রোতের সনে লড়াই করে,

    পাবে আরেক মন।


    সেই মনেরি অতল মাঝে,

    জায়গা করে নিলে পাছে,

    জীবনসঙ্গী পাবে তুমি,

    পাবে জীবনের শ্রেষ্ঠ অর্জন। 


    রাখিয়া তোমার জীবন বাজি 

    চলার সাথী পেলে খুঁজি।

    জীবন নামক খেয়ায় তুমি,

    নব সংসার করিবে গঠন।


    অবুঝ মন নিয়ে কবিতা ২০২২

    আরো একটি আবুঝ মন নিয়ে কবিতা আপনাদের পড়ার জন্য লিখা হয়েছে। 


    কি করে ভুলব তোমায় ,

    মন তো আর তা পারে না? 

    তোমায় হারানোর স্মৃতি গুলো, 

    মন যে শোইতে পারে না।


    মায়ার টানে আমার মনে,

    জায়গা করে নিয়েছ গোপনে । 

    চলে গিয়েও থাকবে কি তুমি,

    আমার মনের প্রতিটি কনে?  





    Next Post Previous Post