বিশ্বাস নিয়ে কবিতা , বিশ্বাস অবিশ্বাস নিয়ে কবিতা, বিশ্বাস কবিতা

বিশ্বাস নিয়ে কবিতা


কবিতা প্রেমিদের জন্য আজকের আর্টিকেল হতে চলেছে বেশ মজাদার। যারা কবিতা পড়তে ভালোবাসেন তাদের জন্যই আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কবিতা নিয়ে হাজির হলাম। "বিশ্বাস নিয়ে কবিতা" বিশ্বাস বা আস্থা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটি একটি কবিতা লেখার বিষয়ও হতে পারে। 


    বিশ্বাস নিয়ে কবিতা

    বিশ্বাস একটি কবিতা লেখার বিষয় হতে পারে এটা শুনে অনেকেই অবাক হতে পারেন। আসলে অবাক হওয়ার কিছুই নেই, বিশ্বাস নিয়ে কবিতা লেখা যায় এবং এই পোস্টে আমি আপনাদের সামনে বিশ্বাস নিয়ে কবিতা ও বিশ্বাস নিয়ে ছন্দ লিখে উপস্থাপন করব। 


    ভালোবাসার বিশ্বাস নিয়ে কবিতা 

    কথায় আছে কবিতাও কথা বলে, নিচে আপনার জন্য যেই ভালোবাসার বিশ্বাস নিয়ে কবিত টি রচনা করা হয়েছে তার মধ্যে একটি বাস্তব শিক্ষা আন্তর্নীহিত আছে। আজকের সময়ে সমাজের একটি  বড় সমস্যা নিয়ে কথা বলা হয়েছে। 

    বিশ্বাস নিয়ে কবিতা, বিশ্বাস অবিশ্বাস নিয়ে কবিতা


    আমাদের সমাজের শিক্ষিত শ্রেনির এক অশিক্ষিত জাতের মধ্যে এই ধরনের সমস্যা দেখা যায়। যারা বাবা-মায়ের কষ্টের বিনিময়ে নিজেকে শীক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করে এবং পরক্ষনে বাবা-মা কে ভুলে যায় । ভালোবাসার বিশ্বাস নিয়ে কবিতা টি আমাদের এমন শিক্ষা পেতে আগ্রহী করে যা আমাদের বাবা-মা এর প্রতি আনুগত্যাশীলতা শেখায়। 


    ০১ 

    সারাটি জীবন খেটে, মানুষ করল তাকে, 

    নিজ আহার না খেয়ে ঠেলে দিল তার দিকে ; 

    কিভাবে সেই ছেলে, যেতে পারে সব ভুলে? 

    জীবন বিলিয়ে দেয়া বাপের এই ত্যাগ।

    কারো প্রতি বিশ্বাস নেই আজ। 


    নাড়ি থেকে শুরু করে, বুকের দুধও খাইয়ে,

    ছেলের জন্য করল মাতা, নিঃশর্ত আপ্যায়ন ;

    মায়ের এই আত্মত্যাগের দাম, দিতে পারবে কি তার সন্তান?  

    এ নিয়েই বেজে ওঠে সন্দেহের বাজ। 

    তাইতো কারো প্রতি বিশ্বাস নেই আজ...


    ভালোবাসার বিশ্বাস কবিতা ২

    বিশ্বাস আমাদের একটি অনুভুতি। মানুষের মাঝে বিশ্বাস- অবিশ্বাস না থাকলে মানুষের বৈশিষ্ট সম্পন্ন হয় না। একজন মানুষ যেমন কাউকে বিশ্বাস করবে আবার সে অন্যের বিশ্বাসের মর্যাদা রক্ষা করবে। আপরদিকে কিছু মানুষ আছে যাদের বিশ্বাস করা যায় না কারন তারা ধোকা দেয়। ভালবাসার বিশ্বাস কবিতায় এসব মানুষদের নিয়েই কথা হয়েছে।

      

    ০২

    আমার সরলতাকে ভেবোনা দূর্বলতা;

    সহজ-সরল, সৎ লোকেদের , 

    সবচেয়ে প্রিয় নিরবতা।


    আমার মত সৎ ছেলেরা,

    এরিয়ে চলে ব্যাকুলতা;

    ধোকা ছলনা বুঝিনা আমি, 

    হাতিয়ার আমার বিশ্বস্ততা। 



    বিশ্বাস অবিশ্বাস নিয়ে কবিতা 

    বিশ্বাস নিয়ে কবিতা আলোচনার এই অংশে আপনারা পড়বেন বিশ্বাস অবিশ্বাস নিয়ে কবিতা। এটি একটি ছন্দ মেলানো কবিতা। যদিও কবিতাটি ছোট কিন্তু এই কবিতা আমাদের যেই বার্তাটি দেয় সেটা কিন্তু মোটেও ছোট না ।  


    ০৩

    বিশ্বাস, আস্থা ও ভরসা।

    এদের ওপর টিকে আছে, 

    পৃথিবীর সব আশা।


    এই সমাজে বিশ্বস্তদের,

    করে সবাই সন্মান। 

    বিশ্বাস নিয়ে খেলনা কারো, 

    সমাজ করবে অপমান। 


    তোমার প্রতি কারো বুকভরা আশা,

    করবে তোমায় দায়িত্বশীল;

    বিশ্বাসের মর্যাদা দিতে শেখ তুমি,

    আশায় ঢেলনা হীম সলিল। 



    বিশ্বাস অবিশ্বাস কবিতা ২


    বিশ্বাস অবিশ্বাস মানুষের রক্তে মিশে আছে। আমরা যেভাবে বিশ্বাস করতে জানি ঠিক সেভাবেই অবিশ্বাস করতেও জানি। তাইতো কবি আজ বিশ্বাস অবিশ্বাস কবিতা রচনাতে মননিবেশ করেছে। 


    ০৪

    আমার প্রিয় বোন তুমি,

    শোন দিয়ে মন;

    অবিশ্বাসীদের ধোকায় পরে,

    নষ্ট করোনা তোমার জীবন। 


    তোমাকে কামনার বস্তু ভেবে,

    পাপিরা করবে উচ্ছাস; 

    তোমার বিস্বাস্কে দুর্বলতা ভেব,

    করবে তোমার সর্বনাশ।  


    ভালোবাসার বিশ্বাস কবিতা স্ট্যাটাস 

    আরো একটি ভালোবাসার বিশ্বাস কবিতা নিয়ে আপনার সামনে উপস্থিত হলাম। এই কবিতাটি ভালোবাসার বিশ্বাস ক্ষুন্ন করার বিষয় নিয়ে লেখা কবিতা। 


    ০৫

    ঘাতকের হাতে তুলে দিলাম,

    বিশ্বাসে ভরা হৃদয়;

    আমি ভেবেছি বিশ্বস্ত সে,

    আর কি আছে ভয়?


    ঘাতকের হাতে বরাবরের মতো,

    বিশ্বাসের খুন হয়;

    পাপীদের এই ছলনাতে কেন,

    নিরীহরাই সাজা পায়?




    >>

    ০৬

    আমি ভালোবাসাতে করিনা বিশ্বাস;

    ভালোবাসা দেয় মিথ্যে আশ্বাস; 

    তুমি শেখাতো এসো না আমায়;

    আমি ভালো করেই জানি,

    মিথ্যে ভালোবাসা করে সর্বনাশ।


    উপসংহার

    পৃথীবিতে প্রতিটি সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন বিশ্বাস। বিশ্বাস ছাড়া কেউ জীবনে সফলতা পায় না। তাই আপনাদের বিশ্বাস এর প্রতি মনযোগি করে তুলতে আজকের আর্টিকেলে বিশ্বাস নিয়ে কবিতাভালোবাসসার বিশ্বাস কবিতা নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের এই পোস্টের বিশ্বাস অবিশ্বাস নিয়ে কবিতা গুলো বেশ ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকুন।   


    Next Post Previous Post