ক্রিপ্টো এড নেটওয়ার্ক - ৫ টি শেরা ক্রিপ্টো এড নেটওয়ার্ক

বর্তমানে cryptocurrency সম্পর্কে জানেনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সকলেই কোন না কোন ভাবে cryptocurrency ব্যবহার করে। বিগত পাঁচ বছরে তৃপ্ত কারেন্সি এর ব্যবহার বেড়েছে প্রায় দ্বিগুণ হারে। বিটকয়েন, ইথীরিয়াম, ডগিকয়েন, USDT ইত্যাদি cryptocurrency সম্পর্কে এখন আমরা সকলেই পরিচিত।

এখন মানুষ অনলাইনে ডলার ইনকামের পাশাপাশি cryptocurrency ইনকামের প্রতিও বেশ আগ্রহী হয়েছেন। অনেক ব্লগার বা বিজ্ঞাপন Publisher এখন ক্রিপ্টো ভিত্তিক বিজ্ঞাপন নেটওয়ার্ক এর প্রতি ঝুঁকে পড়ছেন। তাই আজকের আর্টিকেল সেই Publisher দের জানাতে চলেছি ৫ টি সেরা crypto ভিত্তিক বিজ্ঞাপন নেটওয়ার্ক এর সম্পর্কে। so let's start.. 


Crypto ad Network for publishers

যেহেতু এই আর্টিকেলটি শুধুমাত্র ব্লগ কনটেন্ট রাইটার বা ওয়েবসাইট অথর কিংবা বিজ্ঞাপন পাবলিশারদের কে উদ্দেশ্য করে লেখা হয়েছে, তাই অনেকেই এই আর্টিকেল মৌলিক বিষয় গুলো সম্পর্কে অজানা থাকতে পারে। যেমন, Crypto ad Network কি? সেই বিষয়ে অনেকেই অজ্ঞাত আছেন। 

তাদের উদ্দেশ্যে বলতে, Crypto ad Network হল এক ধরনের বিজ্ঞাপন প্রকাশক কোম্পানি বা প্রতিষ্ঠান। যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিজ্ঞাপন পাবলিসারদের ওয়েবসাইটে প্রদর্শন করা এবং সেই পাবলিশারদের ক্রিপ্টোকারেন্সিতেই পেমেন্ট করে। আশা করি বুঝতে পেরেছেন। 


crypto img


5 best cryptocurrency based ad Network 

দেখতে দেখতে আমরা আর্টিকেলের মূল অংশে চলে এসেছি। চলুন এবার জেনে নেওয়া যাক পাঁচটি ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক বিজ্ঞাপন নেটওয়ার্ক এর ব্যাপারে। নিচে পাঁচটি ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক বিজ্ঞাপন নেটওয়ার্ক এর ব্যাপারে বিস্তারিত জানতে তথ্য জানানো হল। 


1. Bitmedia 

ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিজ্ঞাপন নেটওয়ার্ক গুলোর তালিকা করলে Bitmedia ad Network কে তালিকার প্রথমে স্থান দেওয়া হয়। Bitmedia একটি অন্যতম বিশ্বস্ত ও লাভজনক crypto ad নেটওয়ার্ক। বিশেষ করে সেই সকল পাবলিশারদের জন্য যারা বিটকয়েন নিয়ে কোন ধরনের আর্টিকেল না লিখেও ক্রিপ্টো ad নেটওয়ার্ক থেকে টাকা আয় করতে চান। 


সুবিধা সমুহ 

• সহজে এপ্রুভাল পাওয়া যায়

• মাত্র ১০ হাজার সতসি হলেও পেমেন্ট করে

• বিশ্বস্ত

• সাইটের স্পিড এর কোনো সমস্যা করে না



2. A Ads

আমার দেখা একটি অন্যতম সেরা Ad network হল A-Ads. আমি দীর্ঘদিন এই বিজ্ঞাপন নেটওয়ার্ক ব্যবহার করি এবং আমি প্রায় ৫ বার A-Ads থেকে পেমেন্ট নিয়েছি। তাই বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি, A-Ads ব্যাবহার করে প্রতি Publisher লাভবান হতে পারবে। 


সুবিধা

• কোনো মিনিমাম পে-আউট নেই

• ইনস্ট্যান্ট এপ্রুভাল

• রেসপনসিভ Ad 



3. CoinTraffic

এটি হল একটি বিজ্ঞাপন প্রচারমূলক প্রতিষ্ঠান। CoinTraffic থেকেও কোন ধরনের সমস্যা ছাড়াই সকল প্রকারের কন্টেন্ট এর জন্য এপ্রুভাল পাওয়া যায়। যে সকল পাবলিশার এর ওয়েবসাইট নতুন এবং এখনো google এডসেন্স এর এপ্রুভাল পাইনি তাদের জন্য এই এড নেটওয়ার্ক একটি দারুন সুযোগ।


সুবিধা

• মিনিমাম পে-আউট - ২৫ $

• ইনস্ট্যান্ট এপ্রুভাল

• রেসপনসিভ Ad  



4. Adshares 

এই এড নেটওয়ার্ক এমন একটি এড নেটওয়ার্ক যেটি ব্যবহার করলে এডসেন্স এর থেকেও বেশি ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই এড নেটওয়ার্ক টিকে এডসেন্স এর অন্যতম বিকল্প হিসেবে ধরা হয়ে থাকে। এদের CPC এবং CPM সবসময় High থাকে। এদের নিজস্ব একটি কয়েন রয়েছে যার নাম, ADS. 


সুবিধা 

• ইনস্ট্যান্ট এপ্রুভাল

• High CPM 

• Multiple ads formate

• minimum withdrawal - 1 ADS



5. The Adssy

এতক্ষণ তো আপনারা বিটকয়েন ভিত্তিক এড নেটওয়ার্ক সম্পর্কে জানলেন এবার আপনাদের জানাবো লাইটকয়েন ভিত্তিক এড নেটওয়ার্ক সম্পর্কে। অর্থাৎ এই এড নেটওয়ার্ক লাইটকয়েনে বা LTC cryptocurrency তে inocome হয়। 


সুবিধা 

• Minimun withdrawal - 0.10 $

• instant approval

• High CPC, CPM

Next Post Previous Post