হাসি নিয়ে কবিতা | হাসি নিয়ে প্রেমের কবিতা | hasi niye kobita

হাসি নিয়ে কবিতা


কবিতা পড়তে আমাদের সকলেরই ভালো লাগে। চলমান সময়ে আমরা কবিতা বিভিন্ন ভাবে ব্যাবহার করে থাকি। কবিতা ফেসবুক স্ট্যাটাস দিতে বা কাউকে পড়ে শোনাতে আমারা অনেক সময় কবিতা পাঠ করি বা রচনা করি। 


হাসি নিয়ে কবিতা 

আজকের পোস্টে আমি আপনাদের হাসি নিয়ে কবিতা উপহার দেব। আপনি যদি হাসি নিয়ে কবিতা পড়তে ভালোবাসেন বা কারো হাসিকে উদেশ্য করে কবিতা পড়তে চান তাহলে নিচের হাসি নিয়ে কবিতা ( hasi niye kobita ) গুলো আপনাকে ভালোই লাগবে । 


হাসি নিয়ে প্রেমের কবিতা

প্রেমিকাকে বা প্রেমিককে প্রেমের কবিতা পড়ে শোনানোর ইচ্ছা কার থাকে না। আর সেই কবিতা যদি হাসি নিয়ে প্রেমের কবিতা হয় তাহলে তো কথাই নেই। এই অংশে প্রেমিক ও প্রেমিকা দের জন্য হাসি নিয়ে প্রেমের কবিতা শেয়ার করলাম।  


ওগো হাস্যোজ্জ্বল মে;

তোমার হাসিতে আহত আমি,

বাচাবে আমায় কে?


তোমার হাসির নির্মম তালে,

মন যে আমার ছটফট করে; 

নীল ওই আকাশে সব ডানা মেলে। 



কষ্টের হাসি নিয়ে কবিতা 

করো হাসি যদি পুরনো স্মৃতি হয়ে থাকে। আর সেই স্মৃতি যদি কষ্ট দিয়ে থাকে তাহলে এমনিতেই মনে কষ্টের হাসি নিয়ে কবিতা এসে যায়। 



আমার নিস্তব্ধতার একমাত্র কারন,

তোমার হাসির পাইনা যে দর্শন।

হাসলে তুমি তৃপ্ত হয়,

আমার অশ্রুভেজা দুটি নয়ন। 


জানিনা তোমার রাগের কারন,

নেই যে আমার কিছুই স্মরন, 

কি ভুলে দিচ্ছ শাস্তি এমন,

এসে যাবে আমার মরন।  




লাজুক হাসি কবিতা

হাসি মানুষের মুখে একটি অন্যরকম সৌন্দর্য এনে দেয়। কাউকে মুচকি হাসিতে সুন্দর দেখায় আবার কাউকে লাজুক হাসিতে বেশি সুন্দর দেখায়। তবে হাসি মানুষের মুখের সৌন্দর্যের একটি অন্যন্য অংশ এটা মানতেই হবে। আর এই পোস্টে যেহেতু হাসি নিয়ে কবিতা আলোচনা করা হচ্ছে তাহলে লাজুক হাসি কবিতা কে ছেড়ে দেই কিভাবে? 


হাসি দেখে পড়লাম প্রেমে। 

একেছি তোমায় হৃদয় ফ্রেমে। 

ভাবনায় আসে না তুমি ছাড়া কিছু,

কল্পনার ক্ষমতা গেছে পুরোপুরি থেমে। 


আসবে কি তুমি আমার হয়ে, 

রংহীন শুন্য এই জীবনে। 

তোমার আলোয় করবে কি তুমি,

আলোকিত মোর সারা ভূবনে। 




হাসি নিয়ে প্রেমের কবিতা ২ 


তোমার হাসির নতুন ঢেউ,

মন ভেবেছে অন্য কেউ; 

তাইতো দিনি ইশারা।


নিজেকে নিয়ে ব্যাস্ত বলে 

তোমায় আমি গেছি ভুলে;

তোমার লাজুক হাসি দিয়ে,

দাওনা আবার ইশারা। 


০২ 

খোলা চোখে দেখা সপ্ন আমার,

শুধু তোমাকেই ঘিরে।

তোমার কাছে জানতে চাই;

আসবে কি তুমি সঙ্গী হয়ে,

আমার ছোট নীরে?


০৩ 

গোপন কথা পাঠিয়ে দিলাম

ভালোবাসার খামে।

পত্র লিখে জানিয়ে দিলাম 

পড়েছি তোমার প্রেমে।   

 


০৪

খোলা চিঠি উড়ে,

অচেনা ঐ নীল আকাশে;

পাবে চিঠি ঠিকানা সেই,

যেই ঠিকানায়, 

প্রিয়া মোর হাসে। 



Next Post Previous Post