Type Here to Get Search Results !

a ads

header ads

সহবাস, সহবাস করার নিয়ম, পদ্ধতি, সঙ্গম করার পদ্ধতি, কি ভাবে করতে হয়

বৈবাহিক জীবনে অনেক গুলো পবিত্র ও সুখের কাজের মধ্যে সহবাস একটি। স্বামী স্ত্রীর সহ*বাস একটি পবিত্র সম্পর্ক যা ভালোবাসার জ্বলন্ত উদহারন নির্দেশ করে। ইসলামে স্বামী-স্ত্রীর সহবাস কিংবা শারীরিক সম্পর্ককে হালাল করা হয়েছে। এটি যে শুধু হালাল এমনটা নয় স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ককে বা সঙ্গমকে নেকির কাজ বলা হয়েছে। 

পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শন এবং স্বামী স্ত্রীর সহ*বাসের মাধ্যমে সোয়াব কামানো সম্ভব স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা যতই গভীর হবে আল্লাহ পাক ততই খুশি হন। কিন্তু ইসলামী সহবাসের কতগুলো পদ্ধতি বা সহবাসের নিয়ম শিখিয়ে দেওয়া হয়েছে। 

সঙ্গম করার সেই পদ্ধতি বা সহবাস করার নিয়ম অনুসরণ না করে সহবাস করলে সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে। তাই একজন মুসলমান হিসেবে সহ*বাস করার পদ্ধতি বা সঙ্গম করার পদ্ধতি সম্পর্কে জানা আবশ্যক।

আজকের আর্টিকেলে আপনাদের জানাতে চলেছি সহবাস করার ইসলামিক পদ্ধতি বা ইসলাম ধর্মে শিখিয়ে দেওয়া সহবাস করার নিয়ম গুলো কি কি।


সহবাস করার নিয়ম, সহবাস করার ইসলামিক পদ্ধতি


সহবাস করার নিয়ম

সহ*বাস, সঙ্গম বা শারীরিক সম্পর্ক করার নিয়ম অনুসরণ করে সঙ্গম করা একজন মুসলমানের জন্য আবশ্যক। আমাদের মধ্যে অনেকেই জানেন না কিভাবে ইসলামিক নিয়ম অনুসরণ করে স্ত্রী সহবাস করতে হয়। 

পশ্চিমা সভ্যতা ও পশ্চিমা কালচার অনুসরণ করতে গিয়ে আমরা সহবাসের মধ্যে অনেক নিষিদ্ধ উপায় অবলম্বন করে স্ত্রী সহবাস করতে অভ্যস্ত। কিন্তু ইসলামে এই বদ অভ্যাস ও স্ত্রী সহবাসের নিন্দিত ও ঘৃণিত উপায় গুলোর প্রতি বিশেষভাবে নিষেধাজ্ঞা রয়েছে। 


সহবাস করার ইসলামিক উপায়

ইসলামে স্ত্রী সহবাসের অনেকগুলো ধাপ রয়েছে যে ধকগুলো অনুসরণ করে স্ত্রী সহবাস করা সুন্নত। যখন-তখন যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে স্ত্রী সহবাস করার ব্যাপারেও ইসলামী বেশ গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। সহবাসের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যাপার নিয়েও ইসলামে বেশ গুরুত্বপূর্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

তাই ইসলামিক নিয়ম অনুসারে স্ত্রী সহবাস করলে আপনাদের দাম্পত্য জীবন আনন্দময় হবে এবং সহবাসের মূল লক্ষ স্বাস্থ্যবান ও স্বাস্থ্যবতী সন্তান সফলভাবে অর্জন হবে। 



সঙ্গম করার পদ্ধতি

স্বামীর জন্য স্ত্রী সহবাস অথবা স্ত্রীর জন্য স্বামী সহবাসের ক্ষেত্রে কতগুলো সুন্নতি পদ্ধতি রয়েছে সেগুলো অবলম্বন করে সহবাস বা সঙ্গম করলে তুলনামূলক বেশি আনন্দ উপভোগ করা যায় এবং সুস্বাস্থ্য সম্পন্ন সন্তান জন্ম দেওয়া সম্ভব হয়।

নিচে সঙ্গম করার পদ্ধতি বা সহবাস করার সুন্নতি এবং ইসলামিক তরিকা তুলে ধরা হল। আশা করি আপনারা এই সম্পর্কে জ্ঞান অর্জন করে উপকৃত হবেন।


০১ - মিসওয়াক করা

সহ*বাস শুরু করার পূর্বে স্বামী ও স্ত্রী উভয়কে ভালোভাবে মেসওয়াক বা দাঁত ব্রাশ করে নিতে হবে এতে করে সহবাসের পূর্বে তাদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে।

অনেকেই সহ*বাসের পূর্বে ভালোভাবে মিসওয়াক করেন না এতে করে মুখের ভেতরে বিড়ি সিগারেটের দুর্গন্ধ থেকে যায়। মুখের ভেতরে দুর্গন্ধ থাকলে স্বামী ও স্ত্রী এর মধ্যে কেউই মিলনের মূল আনন্দ পাবেন না। আর এই সুন্নত তরিকায় সহবার না করার জন্যে আপনারা উভয়েই সওয়াব থেকে বঞ্চিত হবেন।

 

০২ - ওজু করে সহবাস শুরু করা

শারীরিক সম্পর্ক বৈবাহিক জীবনে একটি অতি পবিত্র কাজের আওতায় পরে। স্বামী স্ত্রীর সহবাসের মধ্যে শুধু আনন্দ ও সন্তান লাভ করায় হয় না বরং স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে উভয়ই প্রচুর নেকী অর্জন করে। তাই এই সওয়াবের কাজ করার পূর্বে আপনাকে অবশ্যই অজু করে নিতে হবে।

সহ*বাস করার পূর্বে ওযু ও মেসওয়াক করে নিলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বন্ধন আরও অটুট হবে এবং আল্লাহ আপনাদের সম্পর্কের প্রতি খুশি হয়ে রহমত বর্ষণ করবেন।


০৩. সহবাসের দোয়া

সহবাস শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই বিসমিল্লাহ বলে সহবাসের দোয়া পাঠ করে সহবাস শুরু করতে হবে সহ*বাসের দোয়া পাঠ করা মুস্তাহাব

অনেকেই সহবাসের দোয়া পাঠ না করেই সহ*বাস শুরু করে দেন এটি ইসলামিক পরিপন্থীর বিরুদ্ধে চলে যায় তাই নিজের দেখানো সহ*বাসের দোয়াটি মুখস্ত করে নিন এবং সহ*বাসের পূর্বে এটি পাঠ করুন।

সহ*বাসের দোয়া

" বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শায়ত্বনা ওয়া জান্নিবিশ শায়ত্বনা মা রাজাক্বতানা।"


০৪. সুগন্ধি বা আতর লাগিয়ে নেওয়া

মিলন এর পূর্বে এটি একটি অতি গুরুত্বপূর্ণ সুন্নত এর মধ্যে পড়ে স্বামী-স্ত্রীর সহ*বাসকে আরো আনন্দময় করার জন্য সুগন্ধি ব্যবহার করা রাসূল সাঃ এর সুন্নত।

মা আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে প্রমাণিত তিনি সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করতেন। 


০৫. সরাসরি মিলনে না যাওয়া

অনেকেই সহবাস বলতে শুধু পুরুষ*অঙ্গ ও স্ত্রী যৌন অঙ্গের মিলন কি বুঝে সহবাসের শুরুতেই অনেকে নিজের স্ত্রীযৌনা*ঙ্গে পুরুষ দ্বন্দ্ব ঢুকিয়ে সহবাস শুরু করে দেয়। 

প্রকৃতপক্ষে সহবাস শুরু আগে স্ত্রীকে উত্তেজিত করতে হবে। স্ত্রীর স্পর্শকাতর স্থানে চুম্বন ও হাত বোলানোর মাধ্যমে স্ত্রীকে সুখ ও আনন্দ দিতে হবে। এভাবে আপনাদের সহ*বাস আরো আনন্দ ময় ও সুখময় হবে।

এর পরে আপনি আপনার পুরুষা*ঙ্গ স্ত্রীর যোনি*পথে প্রবেশ করার মাধ্যমে সহবাস শুরু করতে পারে। এভাবে সহবাস করলে স্ত্রীকে পূর্ণভাবে তৃপ্ত করা সম্ভব।


০৬. মিলনের নিয়ম

স্বামী স্ত্রীর সঙ্গমের পদ্ধতি হল স্বামী থাকবে উপরে এবং স্ত্রী থাকবেন নিচে। এভাবে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায় এবং স্বামীর বী*র্য থলি থেকে সম্পূর্ণ বীর্য বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

স্বামীর নিচে এবং স্ত্রী উপরে থাকা অবস্থায় সহবাস করলে স্বামীর চরম অবস্থায় বীর্য পরিপূর্ণভাবে বেরিয়ে যেতে পারে না এর ফলে বী*র্য থলিতে বী*র্য থেকে যায় এবং যৌন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই সহবাসের সঠিক পদ্ধতি ইসলামিক পদ্ধতি হলো স্বামী থাকবে উপরে এবং স্ত্রী থাকবে স্বামীর নিচে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad