সততা নিয়ে উক্তি | সততা নিয়ে উক্তি সমূহ

সততা নিয়ে উক্তি,


সততা আমাদের নৈতিক গুণাবলীর মধ্যে অন্যতম। সৎ ব্যাক্তিদের সন্মান ও চাহিদা সমাজে সর্বদাই উপরে থাকে। সৎ গুণাবলী অর্জন সকল মানুষের চরিত্রের জন্য অতি জরুরী। 


সততা নিয়ে উক্তি

সততা নিয়ে উক্তি গুলো আমাদের সৎ গুণাবলী অর্জনে উৎসাহিত করবে। সমাজে সবাই কোনো না কোনো ভাবে সৎ গুণাবলী অর্জন করলে সমাজ শান্তি শৃংখলায় ভোরে যাবে। 


এই পোস্টে আপনারা সততা নিয়ে উক্তি সম্পর্কে জানবেন। সততা নিয়ে উক্তি গুলো আপনাকে সততা বা সৎ গুণাবলী এর প্রতি আগ্রহী করে তুলতে। তাই চলুন দেরি না করে সততা নিয়ে উক্তি গুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। 


সততা নিয়ে উক্তি সমুহ

এই অংশে আপনি সততা নিয়ে উক্তি গুলো একবার পরে নিতে পারবেন। আপনার সৎ হয়ে উঠতে যদি এই সততা নিয়ে উক্তি গুলো কিছুটা হলেও ভূমিকা রাখে তাহলে এই পোস্টটি শেয়ার করে ফেলুন। 


সৎ থেকে হেরে যাওয়াকে কখনো ভুল সিদ্ধান্ত ভেবো না, মনে রেখো বিজয় সততারই হয়। 


সততাই সফলতার প্রথম অধ্যায়, তাই সৎ গুণাবলী অর্জনে সচেষ্ট হোন।


আপনার সততাই আপনাকে সমাজের শীর্স্থানীয় পর্যায়ে পৌঁছে দেবে।


সততা ও সচ্ছতা তোমাকে দুর্বল করলেও মনে রেখো, দুর্বলেরা এই গুণাবলী অর্জন করতে পারে না। 


সততা নিয়ে উক্তি বিশেষ

সততাকে সন্মান করা ও নিজ সৎ গুনাবলি অর্জন করা ব্যক্তিজীবনে বেশ গুরুত্বপূর্ন । সততা নিয়ে উক্তি গুলো আমাদের সামনে সততা সম্পর্কে এক ভিন্ন ধরনের ধারনা উপস্থাপন করে যা আমাদের চরিত্রকে সততা দিয়ে সাজাতে বিশেষভাবে উৎসাহিত করে। 



সততার মূল্য তখনই  বুঝবে যখন নিজে অসৎ লোকের কাছে পরাজিত হবে। 


সততার অর্থ হলো, কোনো বিষয়কে নিয়ে ব্যভারিকভাবে কিংবা মনে মনে অভিন্ন চিন্তা করা ও অভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা।


সততা সাদা কাপরের মত সচ্ছ, যাতে দাগ পড়লে সেটা অধিক স্পস্টতার সাথে ফুটে ওঠে। 
Next Post Previous Post