Type Here to Get Search Results !

a ads

header ads

কিভাবে নগদে লেনদেন করতে হয়? নগদে টাকা লেনদেনের উপায়।

নগদে টাকা লেনদেন এর উপায়

নগদে কিভাবে আর্থিক লেনদেন করা যায়? তা আমরা আজকের এই আর্টিকেলে জানব।

নগদ বাংলাদেশের একটি শেরা মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান। সবচেয়ে কম খরচে, কম সময়ে ও নিরাপদে আর্থিক লেনদেন এর জন্য নগদের থেকে শেরা কোনো সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশে বিদ্যমান নেই।

তাই আপনি কিভাবে নগদে সহজে নগদে আর্থিক লেনদেন করা যায় সেটাই জেনে নেয়া যাক এই ব্লগ পোস্টে। 

a

কিভাবে নগদ একাউন্ট এর মাধ্যমে টাকা লেনদেন করা যায়?


নগদে টাকা লেনদেনর জন্য প্রচলিত দুটি উপায় রয়েছে, যার একটি হল নগদ অ্যাপ এর মাধ্যমে ও অন্যটি হল  USSD কোড ডায়াল এর মাধ্যমে। 

ক্রমান্বয়ে দুটি উপায় নিয়েই জানাবো আপনাদের, আশাকরি সম্পুর্ন আর্টিকেল জুড়ে সাথেই থাকবেন।  

নগদ অ্যাপ এর মাধ্যমে টাকা লেনদেন করার উপায় 

a

বর্তমানে নগদ অ্যাপ এর মাধ্যমে সব ধরনের কাজ করা খুবই সহজ। নগদ অ্যাপ-এ টাকা লেনদেন করা যায় একদম সহজে ও নিরাপদে। 

নগদে টাকা লেনদেনর সম্পুর্ন প্র ক্রিয়াটি ধাপে ধাপে নিচে আলোচনা করা হল। 

 নগদ একাউন্টের মাধ্যমে ক্যাশ-আউট করার প্রক্রিয়া

  • সর্বপ্রথমে আপনাকে নগদ অ্যাপ-এ লগইন করে নিতে হবে, আপনার  একাউন্টের পিন নাম্বার দিয়ে
  • তারপরে আপনাকে ক্যশ-আউট অপশনে ক্লিক করতে হবে যেটা অ্যাপ এ লগইন করলেই পেয়ে যাবেন। 
  • অতঃপর যেই নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বার টি লিখুন, অথবা নিখুত ভাবে টাকা পাঠানোর জন্য প্রাপক একাউন্টের( যদি প্রাপকের একাউন্ট স্মার্টফোনে লগইন করা থাকে ) QR কোড স্ক্যান করুন। নাম্বার লেখার পরে এর‍্যো ( → )  চিন্হে  ক্লিক করুন। 
  • এরপরে নতুন পেজে যে পরিমান টাকা পাঠাতে চান সেটা লিখুন এবং পরবর্তী অপশনে চাপুন। 
  • এবার আপনার পিন নাম্বার দিয়ে নিচে গোল ঘরের মধ্যে ট্যাপ করে ধরুন ( চেপে ধরুন )। 
  • পরবর্তীতে আপনাকে দেখাবে আপনার লেনদেন সফল  হয়েছে। এভাবে নগদ অ্যাপ এর দ্বারা খুব সহজ, কম সময়ে ও নিরাপদে আপনি টাকা নিদ্রিষ্ট ঠিকানায় পাঠাতে পারেন। 

a

কিভাবে USSD কোড ডায়াল করে নগদ এ টাকা লেনদেন করা যায়? 

আপনি যদি কোনো কারনে নগদ অ্যাপ ব্যাবহার করতে না পারেন তাহলে চিন্তার কোনো কারন নেই। আপনার টাকা লেনদেন করার জন্য রেখেছে নগদ  USSD কোড ডায়াল করে সেবা গ্রহনের সুবিধা। 

তো কিভাবে নগদ USSD কোড ডায়াল করে নগদ-এ টাকা লেনদেন করবেন? সেই বিষয় ধাপে ধাপে আলোচনা রাখা হবে। 

  • সর্বপ্রথমে নগদ একাউন্টে যাওয়ার USSD কোড *১৬৭# ডায়াল করতে হবে। ফলে আপনার সামনে নতুন একটি পপ আপ ওপেন হবে। যেখানে আপনাকে ৮-৯ টি অপশন দেখাবে।  
  • এরপরে আপনাকে প্রথম (cash out ) অপশনটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ 1 লিখে সেন্ড এ ক্লিক করলে আপনি নতুন উইন্ডোতে চলে যাবেন।
  • এবার যেই নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বারটি লিখুন এবং সেন্ড-এ ক্লিক করুন। 
  • তারপরে কত টাকা পাঠাতে চান সেটা লিখে সেন্ড-এ ক্লিক দিন।
  • এবার আপনার পিন নাম্বার দিয়ে সেন্ড এ চাপলেই আপনার  লেনদেন সফল হয়েছে এই মেসেজ পাবেন। 

এভাবেই আপনি নগদ এ কোড ডায়াল করে ঝামেলা ছাড়াই টাকা লেনদেন করতে পারবেন৷ 

a

উপসংহারঃ

আজকের পোস্টটি এই পর্যন্তই। এই আর্টিকেলে আপনাদের জানানোর চেষ্টা করেছি কিভাবে নগদে টাকা লেনদেন করা যায় তার প্রক্রিয়া। আশা করি এই লেখাটির মাধ্যমে  আপনাদের সাহায্য করতে পেরেছি। 

লেখাটি ভালো লাগলে শেয়ার করুন এবং  নগদ একাউন্ট সম্পর্কিত আরো তথ্য পেতে আমাদের নিচের পোস্ট গুলো পড়তে পারেন।

 

আরো পড়ুন ঃ







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad